দিনাজপুরে ৩৭০ জন আদিবাসী পেলেন ২২ লাখ টাকা
<![CDATA[
দিনাজপুরের কাহারোল উপজেলায় জরুরি সংকট মোকাবিলায় ৩৭০ জন আদিবাসী ও দলিতদের মাঝে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।
শেখ হাসিনার নির্দেশনায় বৃহস্পতিবার (১০ নভেম্বর) কাহারোল উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জরুরি সংকট মোকাবিলায় আদিবাসী ও দলিতদের মাঝে নগদ এ অর্থ সহায়তা দেয়া হয়।
এ সময় ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নে হেকস্ ও ইপারের সহযোগিতায় জরুরি সংকট মোকাবিলায় ৩৭০ জন আদিবাসী ও দলিতদের মাঝে জনপ্রতি ছয় হাজার টাকা করে মোট ২২ লাখ ২০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেয়া হয়।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ-এডিবি
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, ‘শেখ হাসিনা এতিমদের অর্থ সহায়তা দেন আর খালেদা জিয়া এতিমের অর্থ আত্মসাৎ করেন। এতিমের অর্থ আত্মসাতের অপরাধে সাজাপ্রাপ্ত ও তার দল যখন রাষ্ট্র পরিচালনার কথা বলেন, সেটা জাতির জন্য লজ্জার। বিএনপির চলমান লাফালাফি ‘চোরের মায়ের বড় গলা’ প্রবাদের কথা মনে পড়ে। তাদের উচিত, এ কলঙ্কিত অধ্যায়ের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া।’
কাহারোল উপজেলার নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক ও ইএসডিও রিভাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মাহাবুবুল হক।
]]>




