‘উচিত শিক্ষা পেয়েছে অনৈতিক সুবিধা নেয়া ভারত’
<![CDATA[
ইংল্যান্ডের কাছে নাকানি-চুবানি খাওয়ার পর হতাশার চূড়ায় ভারতীয়রা। রোহিত-শামিদের পারফরম্যান্সের তীব্র সমালোচনা করেন সমর্থকরা। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারে ব্যাপক খুশি পাকিস্তানিরা। এদিকে, বাংলাদেশি সমর্থকরা বলছেন, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার (আইসিসি) কাছ থেকে অনৈতিক সুবিধা নেয় ভারত। তাই এবার উচিত শিক্ষা পেয়েছে তারা।
অ্যাডিলেডে বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভারতকে দুমড়েমুচড়ে দিয়েছে ইংল্যান্ড। টিম ইন্ডিয়াকে ১০ উইকেটে উড়িয়ে এমসিজির ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ এখন থ্রি লায়নরা। শুরুতে ব্যাট করে ১৬৮ রান তোলে রোহিত শর্মা বাহিনী। জবাবে ৪ ওভার বাকি থাকতেই কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা।
এমন বাজেভাবে হারের পর কি করবে, বুঝে উঠতে পারছে না ভারতীয়রা! কেউ হতাশ, কেউ ক্ষুব্ধ, কেউ বাকরুদ্ধ, অশ্রুসিক্ত, আবার কেউ খুঁজছে মুখ লুকানোর জায়গা। বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে লড়াই-ই করতে পারেনি তাদের দল!
আরও পড়ুন: বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা
ইন্ডিয়ানদের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে পাকিস্তানিরা। অ্যাডিলেড ওভালে চিরপ্রতিদ্বন্দ্বীদের সামনে ইংলিশদের সঙ্গে জয় উদযাপন করেছে তারা। অবশ্য ব্যতিক্রমও ছিল অনেকে।
এদিকে, বিগ ম্যাচ দেখতে গ্যালারিতে ছিল বাংলাদেশিরাও। অ্যাডিলেডে ভারতের বিপক্ষে বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার হওয়ার ঘটনা মনে দাগ কেটে আছে টাইগার সমর্থকদের। গণমাধ্যমে সেই ক্ষোভই উগরে দিলেন তারা।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপের প্রাইজমানি, কে কত টাকা পাবে
বাংলাদেশি সমর্থকরা বলেন, এই অ্যাডিলেডে বাংলাদেশিদের সঙ্গে যেটা হয়েছে, এবার ভারতের হারের মাধ্যমে সেটারই মনে হয় বিচার হলো। এটা বাংলাদেশিদের জন্য সুখবর। ভারত চিটিং করে এ পর্যন্ত এসেছে। কিন্তু এবার ইংল্যান্ড একেবারে ধুয়ে দিয়েছে। ইংলিশদের সঙ্গে তারা এখানে চিটিং করতে পারেনি। তাই ইংল্যান্ডের কাছে খুবই বাজেভাবেই হারতে হলো রোহিত শর্মাদের।
তবে নিজেদের মাটিতে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ভারতীয়রা।
]]>




