রাজশাহীর গণসমাবেশ সফল করতে পাবনায় বিএনপির সভা
<![CDATA[
আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে পাবনায় কর্মী সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় ঈশ্বরদী উপজেলা বিএনপির উদ্যোগে পাকশী আমতলী হাসেম আলী মিলনায়তনে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার।
জাতীয়তাবাদী তাঁতীদল ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে পাবনা জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস সোবাহান, সাবেক যুগ্ম সম্পাদক জাকিরুল ইসলাম তপন সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ করেন।
আরও পড়ুন: ফরিদপুরে বিএনপির সমাবেশ মাঠ কানায় কানায় পূর্ণ
এ সময় সরকারের সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, মানুষ কিছু কিনতে পারছে না। এতে সাধারণ জনগণকে ভোগান্তিকে পড়তে হচ্ছে।
বিএনপি নেতারা বলেন, বর্তমান আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের আমলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন পরিচালনা করার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের পতন ঘটাতে হবে। এই অবৈধ সরকার দেশের যে অবস্থা করেছে চারদিকে শুধু নাই আর নাই, তাই সরকারের থেকে দেশের মানুষকে মুক্ত করতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।
কর্মী সমাবেশে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
]]>




