খেলা
মিশরে বাস খাদে পড়ে নিহত ১৯
<![CDATA[
মিশরের উত্তরাঞ্চলে শনিবার একটি বাস খাদে পড়ে ১৯ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে। খবর রয়টার্সের।
নিরাপত্তা সূত্রের খবর অনুযায়ী, ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি যাচ্ছিল। উত্তরাঞ্চলীয় দাকাহলিয়া প্রদেশের আগা শহর দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মানসুরিয়া খালে পড়ে যায়।
আরও পড়ুন: ভারতে বিয়ের অনুষ্ঠানের বাস খাদে পড়ে নিহত ২৫
এর আগে গত ১৯ জুলাই দেশটির মিনায়া শহরে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত ও ৩০ জন আহত হয়। আহতদের রাজধানী কায়রো থেকে প্রায় ২৬০ কিলোমিটার (১৬২ মাইল) দক্ষিণে মাল্লাউই শহরের হাসপাতালে স্থানান্তর করা হয়।
]]>




