বিনোদন

মেসির ক্যারিয়ারে যত প্রথম অর্জন

<![CDATA[

আর কদিন পরেই ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাতারে। বিশ্ব ফুটবলের মহাযজ্ঞে অন্যতম ফেবারিট হিসেবে খেলবে আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে ২২ নভেম্বর অভিযান শুরু করবে দুবারের সাবেক চ্যাম্পিয়নরা। বিশ্বজুড়ে মেসির ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন মাঠের লড়াই দেখার। তার আগে জেনে নেয়া যাক, আর্জেন্টাইন সুপারস্টারের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো।

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলের আঙিনায় আবির্ভাব হয়েছিল লিওনেল মেসির। লা লিগায় ২০০৪ সালের অক্টোবরে প্রথমবারের মতো পরিবর্ত হিসেবে খেলতে নামেন এই আর্জেন্টাইন। তখন তার বয়স ছিল ১৭ বছর ৩ মাস।

আর্জেন্টিনার হয়ে ১৮ বছর বয়সে তিনি প্রথমবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেন হাঙ্গেরির বিপক্ষে। আন্তর্জাতিক ম্যাচে আবির্ভাবের পরেই ২০০৫ সালে ইউরোপের সেরা যুব ফুটবলার হিসেবে গোল্ডেন বয় পুরস্কারের জন্য মনোনীত হন ফুটবলের এই ক্ষুদে জাদুকর।

এরপর ২০০৬ সালে জীবনের প্রথম বিশ্বকাপ খেলেন মেসি। সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে সে বছর বিশ্বকাপ খেলেছিলেন তিনি। সার্বিয়া ও মন্টিনেগ্রোর বিপক্ষে ম্যাচের ৭৪তম মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামেন মেসি। যদিও কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে সেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল আলবিসেলেস্তেরা।

আরও পড়ুন: আর্জেন্টিনার অপ্রতিরোধ্য আক্রমণভাগের গল্প

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২০০৭ সালে বার্সার হয়ে প্রথমবার হ্যাটট্রিক করেন আর্জেন্টাইন সুপারস্টার। সেটিই ছিল ক্লাব ফুটবলে তার প্রথম হ্যাটট্রিক। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে সোনা জেতেন মেসিরা।

কাতালানদের হয়ে ২০০৬ সালেই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছিলেন মেসি। ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সময় তিনি আরও পরিণত। সেই লিগের সর্বোচ্চ গোলও করেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার।

মেসি আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হন ২০১১ সালে। আর তার পরের বছর বার্সার হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েন তিনি। এর আগে সিজার রডরিগেজের দখলে ছিল সেই রেকর্ড। এরপর ২০১৪ সালের বিশ্বকাপে মেসির নেতৃত্বে সাড়া জাগিয়েছিল আর্জেন্টিনা। ব্রাজিলে আয়োজিত সেই বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিলেন মেসিরা। কিন্তু ফাইনালে তারা হেরে যান সেই জার্মানির কাছে।

আরও পড়ুন: টাইগার শিবিরে আশার আলো দেখাচ্ছেন যারা

কোপা আমেরিকায় ২০১৬ সালে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা দিয়েছিলেন মেসি। তবে কিছুদিন পরেই নিজের অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। ২০১৯ সালে ষষ্ঠ বারের জন্য ব্যালন ডি’অর জিতে রেকর্ড গড়েন মেসি। আর ২০২১ সালে কোপা আমেরিকা শিরোপার স্বাদ নেন ৭ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!