নভেম্বরে আরেকটি ঘূর্ণিঝড়?
<![CDATA[
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর সাগরে আবারও লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, নভেম্বরেই বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই লঘুচাপটিও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
রোববার (১৩ নভেম্বর) আবহওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশে তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ইতোমধ্যে গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে আগামী ৩-৪ দিন পরেই আরেকটি লঘুচাপের সৃষ্টি হবে। সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
তিনি আরও বলেন, লঘুচাপটি আমাদের এদিকে না হয়ে শ্রীলঙ্কা বা তামিলনাড়ুর দিকে হওয়ার সম্ভাবনাই বেশি।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত।
আরও পড়ুন: বিশ্বকাপ উপলক্ষে কাতারে পৌঁছেছে বিশালাকার জাহাজ
এ বছর তুলনামূলক আগেই সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা। বিশেষত উত্তরবঙ্গে রাত থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা পড়তে শুরু করেছে।
রোববার সকালের ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া নভেম্বরের মধ্যভাগের পরেই দেশে শীত নামবে। আর ডিসেম্বরের মাঝামাঝিতে পুরো শীত পড়বে। এসময় একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া বার্তা বিশ্লেষণ করে দেখা গেছে, গত মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৪২ দশমিক ৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ ছিল স্বাভাবিকের চেয়ে কম। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে।
]]>