ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
<![CDATA[
ঠাকুরগাঁওয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) বিকেলে প্রথম দফায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে প্রথমবারের মতো সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে সন্ধ্যার পর আবারও সংঘর্ষ হয়। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে জেলা স্কুল বড় মাঠে আজাদ ক্লাব বনাম জাগ্রত যুব সংঘের খেলা অনুষ্ঠিত হয়। ৯০ মিনিটের খেলায় জাগ্রত যুব সংঘ দুই ও আজাদ ক্লাব এক গোল করে। খেলার নির্ধারিত সময় শেষ হলে রেফারি আরও দুই মিনিট বাড়িয়ে দেন। পরে এ দুই মিনিটের মধ্যে আজাদ ক্লাব আরও একটি গোল করে। কিন্তু সেটিকে অফসাইড হিসেবে ঘোষণা দেন লাইন্সম্যান। এ সময়ে গোলটি তাদের পক্ষে নিতে উৎসুক জনতা লাইন্সম্যানকে ঘিরে রাখেন এবং এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাইন্সম্যানকে মরধর করেন তারা। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন গুরুতর আহত হন।
আরও পড়ুন: কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
ঠাকুরগাঁও সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুই ক্লাবের খেলার এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
]]>