মেসিদের বিশেষ বার্তা দিলেন বিশ্বকাপ মিস করা লো সেলসো
<![CDATA[
আর্জেন্টিনার বিশ্বকাপ দলে তার জায়গাটা বলতে গেলে নিশ্চিত ছিল। আলবিসেলেস্তেদের সাম্প্রতিক সাফল্যের কারিগর যে মধ্যমাঠ, তার নিয়মিত মুখ ছিলেন জিওভান্নি লো সেলসো। কিন্তু ইনজুরি তার বিশ্বকাপ স্বপ্ন ভেস্তে দিয়েছে। বিশ্বকাপে খেলতে না পারলেও সতীর্থদের শুভকামনা জানিয়েছেন এই ২৬ বছর বয়সী মিডফিল্ডার।
কাতার বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার ধরা হচ্ছে আর্জেন্টিনাকে। ২০১৯ সালে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে হারের পর আর কোনো ম্যাচেই হারেনি দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপের মঞ্চে যাওয়া দলটার শিরোপাস্বপ্ন সম্প্রতি বড় ধাক্কা খেয়েছে মাঝমাঠের বড় ভরসা জিওভান্নি লো সেলসোর ইনজুরিতে।
চলতি মাসে অ্যাতলেতিক বিলবাওয়ের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন ভিয়ারিয়ালের এই মিডফিল্ডার। ক্লাব জানিয়েছে, চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচার লাগবে লা সেলসোর। অর্থ্যাৎ ইনজুরি থেকে সেরে উঠতে লাগবে বেশ কিছুটা সময়। তাই, বিশ্বকাপের ২৬ সদস্যের স্কোয়াডে তাকে জায়গা দেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি।
আরও পড়ুন:আর্জেন্টিনার বিশ্বকাপ দলের সঙ্গে ২০১৪ সালের মিল আছে: মেসি
বিশ্বকাপ খেলা না হলেও দলের জন্য শুভকামনা জানাতে ভোলেননি লো সেলসো। তার বিশ্বাস, বিশ্বকাপের মঞ্চে তার সতীর্থরা অনেক দূর যাবে।
২০১৮ বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি এই মিডফিল্ডার। কাতারের বিশ্বকাপ নিয়ে তাই অত্যন্ত রোমাঞ্চিত ছিলেন ২৬ বছর বয়সী লো সেলসো। আর্জেন্টিনার বর্তমান দলের অটোচয়েজ মিডফিল্ডার হিসেবে বিশ্বকাপ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশও ছিলেন তিনি। তাই, স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে এসে এভাবে ভেঙে যাওয়ার কষ্টটা সামলে উঠতে ভালোই কষ্ট হয়েছে তার।
বিশ্বকাপ খেলতে না পারার হতাশা ফুটে উঠেছে ইনস্টাগ্রামে এই ২৬ বছর বয়সী তারকার দেওয়া পোস্টেও। তবে দলের জন্য জানিয়েছেন শুভকামনা।
লো সেলসো বলেন, ‘সত্যি বলতে, এই দিনগুলো আমার জন্য খুব কঠিন ও হতাশার। আপনার জানেন, এই চোট আমাকে কিছু সময়ের জন্য মাঠ থেকে দূরে রাখবে। সব শিশুই বিশ্বের সবচেয়ে সুন্দর টুর্নামেন্টে খেলার স্বপ্ন দেখে। আমি সম্ভাব্য সব উপায়ে চেষ্টা করেছি, কিন্তু কোনো উপায় ছিল না।’
আরও পড়ুন:ভক্তদের ভালোবাসা মেসির ভয়ের কারণ
তিনি যোগ করেন, ‘যে দলটি খেলতে যাচ্ছে, তাদেরকে আমি শুভকামনা জানাই। আমার কোনো সন্দেহ নেই যে দেশকে তারা সেরা উপায়ে প্রতিনিধিত্ব করবে। আর্জেন্টিনার আরেক জন নাগরিক হিসেবে আমি দলকে সমর্থন করব। মাঝের এই দিনগুলোয় সমর্থন ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। এগিয়ে যাও আর্জেন্টিনা।’
বিশ্বকাপে আর্জেন্টিনার মিশন শুরু হবে ২২ নভেম্বর। গ্রুপ ‘সি’তে থাকা আর্জেন্টিনা প্রথম ম্যাচে মুখোমুখি হবে সৌদি আরবের। এই গ্রুপের বাকি দুই দল মেক্সিকো ও পোল্যান্ড।
]]>