পঞ্চগড়ে নৈশকোচ থেকে পিস্তল, চাকুসহ ২ যাত্রী আটক
<![CDATA[
পঞ্চগড়ের দেবীগঞ্জে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি নৈশ কোচ থেকে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও একটি চাকুসহ দুই যাত্রীকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
রোববার (১৩ নভেম্বর) রাত ১১টায় পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি নৈশকোচ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বগুড়ার সূত্রাপুর গোহাইল রোড এলাকার মোশারফ হোসেনের ছেলে মাসুম কামাল মাসুম (৬০) ও একই জেলার দক্ষিণ ধাওয়াপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে আহসান হাবিব (৪০)।
আরও পড়ুন: যাত্রীবেশে নৈশকোচে ডাকাতি, গ্রেফতার ৩
পুলিশ জানায়, রোববার সকালে তারা দেবীগঞ্জের গাজকাঠি বাজারে যান। রাতেই তারা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি দূরপাল্লার নৈশকোচে ফিরছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নাবিল পরিবহনের ওই নৈশকোচে অভিযান চালালে তাদের কাছ থেকে ৮ রাউন্ড গুলি, একটি পিস্তল ও একটি চাকুসহ তাদের আটক করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
]]>




