বাংলাদেশ
পদ্মায় নৌকাডুবির ঘটনায় দুই নারীর মৃত্যু
<![CDATA[
রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় আছিয়া ও রাশিদা নামে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান বলেন, সোমবার সকালে নিহত আছিয়া ও রাশেদা খড় কাটতে পদ্মা নদীর ওপারে যান। সন্ধ্যায় নৌকায় ফেরার পথে তারা ঘুমিয়ে পড়েন। মাঝনদীতে পানির স্রোতে নৌকা উল্টে গেলে অন্যরা সাঁতরে তীরে উঠলেও ঘুমিয়ে থাকার কারণে তারা ডুবে যান ওই দুই নারী।
আরও পড়ুন: নরসিংদীতে পায়ের সামনে থুতু ফেলায় কিশোরকে ‘হত্যা’
তিনি আরও বলেন, পরে ভাসমান অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
]]>




