খেলা

সৌদিতে বাংলাদেশি পোশাক বিক্রয় প্রতিষ্ঠান ফাইনলুকের ১২তম শাখার উদ্বোধন

<![CDATA[

সৌদি আরবে প্রবাসী ব্যবসায়ী ইয়াছির মিয়ার মালিকানাধীন বাংলাদেশের তৈরি পোষাক বিক্রয় প্রতিষ্ঠান ফাইনলুকের ১২তম শাখার উদ্বোধন করা হয়েছে।

রাজধানী রিয়াদের দাম্মাম-রিয়াদ মহাসড়ক সংলগ্ন জনবহুল এলাকায় ফাইনলুকের বিক্রয় ও বিপণন কর্মকর্তা মেসবাহ করিম এবং স্থানীয় সৌদি বিশিষ্টজনদের নিয়ে ফিতা ও কেক কেটে শাখাটির উদ্বোধন করা হয়।

পথচলার দশ বছরে দুই শতাধিক বাংলাদেশি কর্মী নিয়ে ফাইনলুক নামের এ বাংলাদেশি পোশাক ব্রান্ডের কোম্পানিটি জেদ্দা, তায়েফ ছাড়াও রাজধানী রিয়াদে স্থাপন করেছে তিনটি শাখা।  

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, সৌদি আরবে শুধুমাত্র বাংলাদেশি পোষাকের ব্যাপক প্রচার ও প্রসারে তিনি প্রতিটি শহর উপশহরে ফাইনলুকের শাখা স্থাপন করতে চান।

বাংলাদেশের প্রতিবেশী ভারত পাকিস্তান বা চীনের গার্মেন্টস পণ্যের চেয়ে বাংলাদেশি গার্মেন্টস পণ্য সৌদি নাগরিকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে।

আরও পড়ুন : সৌদিতে তৈরি পোশাক খাতে প্রভাব বাড়ছে বাংলাদেশিদের

ক্রেতারা বলছেন, ফাইনলুকের বাংলাদেশি পোষাক বিশ্বমানের। এ ব্রান্ডের পোষাক সুলভ মূল্যে পাওয়া যায়।

ফাইনলুকের কর্ণধার ব্যবসায়ী ইয়াছির মিয়া বলেন, সৌদি আরবে তৈরি পোশাকের পাইকারী ব্যবসায় শতাধিক বাংলাদেশি থাকলেও বিভিন্ন শহরে বাংলাদেশি ব্রান্ডিংয়ের প্রচারণা কম, তাই এ দিকে নজর দিয়ে বিভিন্ন শাখা খুলে অন্যদেরও এগিয়ে আসা উচিত।

তিনি জানান, তার নতুন শাখার উদ্বোধন উপলক্ষ্যে দুই দিনব্যাপী ৪০ শতাংশ মূল্য হ্রাসের ঘোষণা দেয়া হয়েছে।

বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের রফতানি পণ্যের অন্যতম খাত তৈরি পোশাক। এ খাত থেকে মোট রফতানির প্রায় ৮২ ভাগ আসে। দেশের ডলার সংকট কাটিয়ে চলমান রফতানি প্রবৃদ্ধির হার অব্যাহত থাকলে ২০২২-২৩ অর্থবছরে সৌদি আরবে পোশাকের রফতানি কয়েক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!