অভিনয়ের আগে রাজকুমারের পেশার কথা জানলে অবাক হবেন!
<![CDATA[
অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে ঠাঁই করে নিয়েছেন তিনি। দুর্দান্ত সব চরিত্রে নিজের অভিনয় দেখিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান অনেকটা শক্তও করে নিয়েছেন রাজকুমার রাও। তবে তারকাখ্যাতি পাওয়ার আগের জীবনটা কেমন ছিল তার, অনেকেরই তা জানা নেই।
২০১০ সালে বলিউডে অভিষেক হয় রাজকুমার রাওয়ের। এ হিসেবে এক দশকের বেশি সময় ধরে বলিউড পাড়ায় কাজ করছেন রাজকুমার রাও। তবে এ সাফল্যের জন্য অনেক পরিশ্রম করতে হযেছে তাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার অভিনয় জীবনে আসার আগের জীবনের গল্প ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন, যা শুনে অবাক হয়েছে রাজকুমার ভক্তরা।
আরও পড়ুন: বিগ বস সেটে বরুণকে রহস্যময় ইঙ্গিত সালমানের!
ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী ছিলেন রাজকুমার রাও। বহুমুখী প্রতিভা থাকায় তার পরিবার তাকে দক্ষিণ কোরিয়ার জাতীয় খেলা তায়কোয়ান্দো শিখাতে একটি প্রতিষ্ঠানে ভর্তি করে দেন।
তায়কোয়ান্দো যুদ্ধ কৌশল, আত্মরক্ষা, খেলাধুলা, ব্যায়াম, ধ্যান এবং দর্শনের সম্মিলন ঘটানোর এক অভিনব শাস্ত্র। এ শাস্ত্রে ভালো ফলাফলের জন্য রাজকুমার স্বর্ণপদকও জিতেন।
ছোটবেলায় নাচ, গান, অভিনয়ের প্রতিও বেশ আগ্রহ ছিল তার। স্কুলে পড়ার পাশাপাশি এসব শাখাতেও প্রশিক্ষণ শিখতে ব্যস্ত সময় পার করেছেন বলি এ তারকা।
জীবনে প্রথম আয় করতে শুরু করেন মাত্র অষ্টম শ্রেণিতে পড়ার সময়। নিজে নাচ শেখার পাশাপাশি শিশুদের নাচ শিখার প্রশিক্ষণ করিয়ে তিনি প্রথম উপার্জন করেছিলেন।
আরও পড়ুন: শোয়েব-সানিয়ার বিচ্ছেদ কি হচ্ছে না?
অভিনয়ের জগতে প্রবেশের আগে এই পেশাকেই আপন করে নিয়েছিলেন তিনি। প্রথম টিউশন করে ৩০০ টাকা আয় করেন তিনি। সম্প্রতি নেটফ্লিক্সে কৌতুকশিল্পী জাকির খানকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান অভিনেতা।
প্রথম টাকা উপার্জন করে মায়ের হাতেই সে টাকা তুলে দিয়েছিলেন রাজকুমার। তার ভাষায়, উপার্জিত টাকা দিয়ে অন্য কোনও উপহারও দিতে পারতাম, কিন্তু যখন মায়ের হাতে টাকাটা দিলাম সেই অনুভূতিটা একবারেই আলাদা।
সূত্র: আনন্দবাজার
]]>




