কাতারে শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম
<![CDATA[
কাতারের বিভিন্ন শহরে অবস্থিত আটটি স্টেডিয়াম সম্পূর্ণভাবে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ একটি কুলিং সিস্টেমের মাধ্যমে এই কুলিং মেশিন তৈরি করেছেন কাতারের ডক্টর কুল খ্যাত ইঞ্জিনিয়ার সৌদ ঘানি। এই ব্যবস্থার মাধ্যমে শুধু তাপমাত্রা নিয়ন্ত্রণ করাই নয়, বায়ু পরিশুদ্ধ করাও সম্ভব বলে জানান তিনি।
মরুর বুকে ফুটবল বিশ্বকাপ। তীব্র উত্তাপের বিষয়টি নিশ্চয়ই ভাবাবে যে কাউকে। কাতার বিশ্বকাপের জন্য তৈরি করা হয়েছে আটটি নান্দনিক স্টেডিয়াম। যে স্টেডিয়ামগুলো সম্পূর্ণভাবে এয়ার কন্ডিশনিং সিস্টেমের আওতাভুক্ত। একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ঠান্ডা বাতাসের বাবল স্টোর করে স্টেডিয়ামগুলো শীতল রাখা হয়। কাতারের স্বনামধন্য ইঞ্জিনিয়ার সৌদ ঘানি বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মূল কাজ করেছেন। ঘানি কাতারে ডক্টর কুল নামেও পরিচিত। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বিশেষ কুলিং সিস্টেম চালু করেছেন তিনি।
আরও পড়ুন: সব সমালোচনার জবাব বিশ্বকাপে দিতে চান রোনালদো
একজন মানুষের শরীর থেকে দুটি ল্যাপটপের সমপরিমাণ তাপ নিঃসৃত হয়। স্টেডিয়ামগুলোতে প্রায় চল্লিশ হাজার দর্শক ধারণক্ষমতা রয়েছে। এত মানুষের একত্রিত হওয়ার ফলে সেখানে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে তাতে মানুষের অবস্থানের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দর্শকদের স্বস্তির কথা মাথায় রেখে স্টেডিয়াম কুলিং সিস্টেমের ব্যবস্থা করেছেন ঘানি।
কীভাবে কাজ করে ঘানির এই কুলিং সিস্টেম? স্টেডিয়ামে দর্শকদের আসনের নিচে একটি নজেল রয়েছে, যেই নজেলের মাধ্যমে স্টেডিয়ামের তাপ কুলিং মেশিনের মধ্যে প্রবাহিত হয়। এরপর গরম তাপ কুলিং মেশিনের মাধ্যমে শীতল করে স্টেডিয়ামের পিচের পাশে বিদ্যমান নলের মাধ্যমে নিঃসৃত হয়ে শীতল করে।
আরও পড়ুন: কোর্টের রায় পক্ষে, তবু বিশ্বকাপে বাদ পড়লেন ইকুয়েডর তারকা
বিশ্বকাপের আট স্টেডিয়ামের সামনে এই কুলিং প্রজেক্টের ত্রিমাত্রিক মডেল প্রদর্শনেরও ব্যবস্থা রয়েছে। ভেন্টিলেশনের এই অভিনব পদ্ধতির জন্য ঘানি জনপ্রিয় একজন ইঞ্জিয়ার কাতারের। তিনি এসব নিয়ে বলেন, ‘এয়ার কন্ডিশনিং সিস্টেমের মাধ্যমে আমরা শুধু স্টেডিয়াম ঠান্ডা রাখার ব্যবস্থা করিনি। উত্তপ্ত বাতাসের তাপমাত্রা কমিয়ে পরিশুদ্ধ করে তা রিসাইকেল করা হয়। তাই এই কুলিং সিস্টেমের মাধ্যমে শুধু যে ঠান্ডা বাতাস পাওয়া যা তা নয়, এর মাধ্যমে বায়ুদূষণও রোধ করা সম্ভব।’
]]>