আর্জেন্টিনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া
<![CDATA[
২০১০ বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী করে তুমুল আলোচনার জন্ম দিয়েছিল একটা অক্টোপাস। পল নামের সেই অক্টোপাসের অধিকাংশ ভবিষ্যদ্বাণীই সত্য হয়েছিল। কাতার বিশ্বকাপের আগেও একজনের ভবিষ্যদ্বাণী জন্ম দিয়েছে আলোচনার। অস্ট্রেলিয়ার হয়ে চারটি বিশ্বকাপ খেলা টিম ক্যাহিল বলেছেন, বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলবে তার দেশ অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকা টিম ক্যাহিল। কাতার বিশ্বকাপেও আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে। বিশ্বকাপের আয়োজন তদারকির জন্য জন্য গঠিত সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসির সদস্য এই সাবেক ফুটবলার। তিনি ছাড়াও এই কমিটিতে আছেন ক্যামেরুনের কিংবদন্তি ফুটবলার স্যামুয়েল এতোসহ বেশ কয়েকজন সাবেক ফুটবলার। সেখানেই বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করে হাস্যরসের জন্ম দিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়াকে কোয়ার্টার ফাইনালে তুলে দেওয়া ক্যাহিল বিশ্বকাপের ফাইনালে দেখছেন ব্রাজিল ও বেলজিয়ামকে। সেখানে বেলজিয়ামকে হারিয়ে শিরোপা জিতবে ব্রাজিল। এতদূর পর্যন্ত তার ভবিষ্যদ্বাণী না-হয় মেনে নেওয়াই যায়। এই বিশ্বকাপের হট ফেবারিটদের মধ্যেই ধরা হচ্ছে ব্রাজিলকে। আর বেলজিয়ামের সোনালি প্রজন্মের ফাইনাল খেলার সামর্থ্য যে আছে, সেটা তো গত বিশ্বকাপেই প্রমাণ দিয়েছে তারা। তাই বলে নিজের দেশকে নিয়ে তিনি যা বলছেন তা নিয়ে হাসাহাসি করছে খোদ অস্ট্রেলিয়ানরাই।
আরও পড়ুন:ঠিক হলো মেসিদের বিশ্বকাপ জার্সি নম্বর
বিশ্বকাপে গ্রুপ ডি’তে থাকা অস্ট্রেলিয়ার গ্রুপসঙ্গী হিসেবে আছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, ডেনমার্ক ও তিউনেশিয়া। এই গ্রুপ পেরিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া। এমন ‘উদ্ভট’ ভবিষ্যদ্বাণীকে ‘ইতিহাসের সবচেয়ে বাজে’ ভবিষ্যদ্বাণী বলে আখ্যা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাই ক্যাহিলকে নিয়ে চলছে ব্যাপক হাস্যরস। রীতিমতো টুইটার ব্যবহারকারীদের তোপের মুখে পড়েছেন তিনি। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘তিনি আসলে কী বলতে চাচ্ছেন? অস্ট্রেলিয়া হারাবে আর্জেন্টিনাকে? অস্ট্রেলিয়া বাদ পড়বে গ্রুপ পর্ব থেকেই। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বাজে ভবিষ্যদ্বাণী এটি।’
আরও পড়ুন:পেদ্রির চাওয়া, মেসির হাতে উঠুক বিশ্বকাপ শিরোপা
আরেকজন তো মজা করে লিখেছেন, ‘মাদককে না বলুন।’ কেউ আবার তাকে পরামর্শ দিয়েছেন বিশ্বকাপ নিয়ে নিজের উত্তেজনা কমাতে।’
অস্ট্রেলিয়ার ইতিহাসেরই সেরা ফুটবলার ক্যাহিল। দেশটির হয়ে ২০০৪-২০১৮ পর্যন্ত ১০৮ ম্যাচ খেলে ৫০ গোল করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। চারটি বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে ৫ গোল করেছেন তিনি। ২০১০ এর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর আর কোনো বিশ্বকাপ ম্যাচে জয়ের মুখ দেখেনি অস্ট্রেলিয়া।
]]>