Feni (ফেনী)ফেনী
ফেনীতে ৩০০ ঘনফুট সেগুন কাঠ জব্দ
ফেনী | তারিখঃ November 16th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 51 বার
শহর প্রতিনিধি->>
চট্টগ্রাম থেকে ঢাকায় পাচারকালে ফেনীতে ৩শ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে সামাজিক বন বিভাগ। মঙ্গলবার রাতে সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাছের জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক রাস্তার মোড়ে সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালায় বন বিভাগের অভিযানিক দল। এসময় ঢাকামুখি একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো ট-১৫-৮৯৬৭) তল্লাশি করে প্রায় ৩শ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
ফেনী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র দাস জানান, অভিযান টের পেয়ে চালক ও পাচারে জড়িতরা পালিয়ে যায়। সেগুন কাঠসহ কাভার্ডভ্যান জব্দ করা হয়। এ বিষয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।




