আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
<![CDATA[
টাঙ্গাইলের সখীপুরে বিশ্বকাপ ফুটবল সামনে রেখে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তানভীর হাসান তন্ময় (১৩) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
তন্ময় ওই ওয়ার্ডের প্রবাসী সোহেল রানার ছেলে এবং সখীপুর পি এম পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে আর্জেন্টিনার সমর্থক তানভীর হাসান তন্ময় কাঁচা বাঁশে পতাকা টাঙাতে বাসার পাঁচতলায় ছাদে ওঠে। এ সময় হঠাৎ বাঁশটি পাশে থাকা বিদ্যুতের তারে লেগে যায়। পরে তাকে গুরুতর আহতাবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু
সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
]]>




