বাংলাদেশ

কপ-২৭: এজেন্ডায় ‘ক্ষতি’ অন্তর্ভুক্ত করার প্রশংসায় মোমেন

<![CDATA[

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন কপ-২৭ সম্মেলনের আলোচ্যসূচির অংশ হিসেবে ‘ক্ষতি’ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যু অন্তর্ভুক্ত করার জন্য মিসরীয় প্রেসিডেন্সিকে ধন্যবাদ জানিয়েছেন।

মঙ্গলবার মিসরের শারম এল শেখ নগরীতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং কপ-২৭ এর প্রেসিডেন্ট সামেহ শউকরির সঙ্গে বৈঠকের সময় তিনি এ ধন্যবাদ জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বুধবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ড. মোমেন আশা প্রকাশ করেন, এ সম্মেলন ক্ষতির জন্য অর্থায়নের একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবে। এ সময় মিসরের পররাষ্ট্রমন্ত্রী অদূর ভবিষ্যতে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন। মন্ত্রীরা উভয়পক্ষের মধ্যে সংসদীয় অভিজ্ঞতা বিনিময় জোরদার করতে সম্মত হন।

আরও পড়ুন: জলবায়ু-প্রভাবিত অভিবাসনে সম্মিলিত পদক্ষেপের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

মোমেন ক্ষয়-ক্ষতির সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করতে জলবায়ু পরিবর্তনবিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরির সঙ্গেও সাক্ষাৎ করেন। তারা পরে ঘানার নেতৃত্বে ভি২০ (ভালনারেবল টোয়েন্টি গ্রুপ অব ফাইন্যান্স মিনিস্টারস) এর অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে একটি সম্মিলিত বৈঠক করেন। মার্কিন বিশেষ দূত গ্লোবাল মিথেন প্রতিশ্রুতিতে যোগদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং মিথেন হ্রাসে পদক্ষেপ নেয়ার জন্য কিছু অর্থায়নের সুযোগ তুলে ধরেন।

পরে মোমেন বাংলাদেশে কৃষি, প্রাণিসম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে এ ধরনের সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু সহনশীল কৃষি এবং নবায়নযোগ্য বিদ্যুৎ গ্রিড নেটওয়ার্কের জন্য মার্কিন সহায়তার প্রশংসা করেন।

এ বৈঠকে তারা জলবায়ু ঝুঁকির জন্য গ্লোবাল শিল্ড তৈরির লক্ষ্যে কাজ করতে সম্মত হয়েছে।

আরও পড়ুন: ক্ষতিপূরণ না দিলে জলবায়ু সম্মেলন বৃথা হবে

এর আগে মোমেন ডাচ অবকাঠামো ও পানি ব্যবস্থাপনামন্ত্রী মার্ক হারবারসের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা আগামী বছর অনুষ্ঠিতব্য জাতিসংঘ পানি সম্মেলনে পানির ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় চ্যাম্পিয়নস গ্রুপের জন্য সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেছেন। দুই মন্ত্রী বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ এর আওতায় প্রকল্প বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় করেন।

মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম এবং নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. আবদুল মুহিত বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্র বাসস।  
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!