সব রেকর্ড ভাঙতে চায় বিএনপি, বিশৃঙ্খলা মোকাবিলায় প্রস্তুত আ.লীগ
<![CDATA[
বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ আগামীকাল শনিবার (১৯ নভেম্বর)। নয় বছর পর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশ সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। মিছিল, মিটিং আর গানে গানে সরব হয়ে উঠছে বিএনপির সমাবেশস্থল।
সিলেট বিভাগের অন্য তিন জেলার নেতাকর্মীদের সমাবেশস্থলে রাত্রিযাপনের জন্য প্যান্ডেলের ব্যবস্থাও করা হয়েছে। এরই মধ্যে সমাবেশস্থলে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।
এদিকে বিশৃঙ্খল পরিবেশ মোকাবিলায় আওয়ামী লীগও প্রস্তুত বলে জানা গেছে।
নয় বছর পর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভাগীয় গণসমাবেশ। সমাবেশ ঘিরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের মধ্যে উৎসবভাব বিরাজ করছে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে গোটা নগরী।
সিলেট মহানগর বিএনপির সদস্যসচিব মিফতা সিদ্দিকী দাবি করেন, এই সমাবেশ অতীতের সব রেকর্ড ভেঙে ফেলবে।
কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন হাসান বলেন, সব বাধা অতিক্রম করে এরই মধ্যে বিভিন্ন প্রান্ত থেকে দলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।
মৌলভীবাজার বিএনপির সহসভাপতি মো. হেলু মিয়া জানান, সিলেটের সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: সিলেটে পরিবহন ধর্মঘট শনিবার
এদিকে শনিবার সিলেটে বিভিন্ন দাবিতে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, যতই বাধা আসুক, সমাবেশ হবে স্মরণকালের সেরা।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির যেকোনো বিশৃঙ্খলা মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত থাকবে।
অন্যদিকে, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, গণসমাবেশ ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করলে কঠোর হস্তে দমন করা হবে।
২০১৩ সালের ৫ অক্টোবর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি সবশেষ সমাবেশ করে। ওই সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য দেন।
]]>