Feni (ফেনী)জাতীয়ধর্মফেনী সদরসর্বশেষ

ফেনীতে দুই সহোদরের ইসলাম ধর্মগ্রহণ

নিজস্ব প্রতিনিধি :

“দীর্ঘদিন পবিত গ্রন্থ আল কোরআন অধ্যয়ন ও গবেষণা করি। ইসলামী রীতিনীতি ও আদর্শের প্রতি আকৃষ্ট হই। শান্তির ধর্ম ইসলামকে মনে প্রাণে ভালোবেসে এই ধর্মের বিশ্বাস স্থাপন করি।” এমন আত্ম-উপলব্দি থেকে সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলামধর্ম গ্রহণ করেন ফেনী শহরের বাঁশপাড়া এলাকার বাসিন্দা খোকন সাহা। ধর্মান্তরিত হওয়ার পর তার নাম রাখেন মো: সোলাইমান ইব্রাহিম তাজওয়ার।

তার কর্মকান্ডে আকৃষ্ট হয়ে ছোট ভাই গোবিন্দ সাহাও ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন মো: আজওয়াদ ইব্রাহিম মুসা। গত মঙ্গলবার ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গিয়ে এফিডেভিটের মাধ্যমে তারা দুই সহোদর ইসলামধর্ম গ্রহণ করেন।

এফিডেভিটে নও মুসলিম মো: সোলাইমান ইব্রাহিম তাজওয়ার উল্লেখ করেন, “গত ১ সেপ্টেম্বর পবিত্র কালিমা শাহাদাত বাক্য পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা। সেই অনুযায়ী ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী ইসলামী আদর্শে জীবন-যাপন করতেছি।” এরপর তার কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে ছোট ভাই মো: আজওয়াদ ইব্রাহিম মুসা গত ১ অক্টোবর ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ফেনী পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আশ্রাফুল আলম গীটার দুই সহোদরের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!