যে ১০টি কথায় গলে যাবে প্রেমিকার মন
<![CDATA[
প্রিয় মানুষটির কাছ থেকে মেয়েরা ভালোবাসার আর প্রশংসার কথা শুনতে চান। কী বললে ভালবাসার মানুষটির চোখ-মুখ আনন্দে ঝিলমিলিয়ে উঠবে, জানেন কি? একাধিক গবেষণায় দেখা গেছে, প্রেমিকের কাছ থেকে ভালবাসার মিষ্টি কথা শুনতে বিন্দুমাত্র বিরক্তি নেই মেয়েদের। তাদের যতোই বলবেন, তারা ততোই শুনতে চাইবে।
আশ্চর্যজনক হলেও সত্যি যে একই কথা বারবার বললেও বারবারই তারা খুশিতে আটখানা। নতুন প্রেম, পরিণত প্রেম, বিবাহিত জীবন এমনকি প্রিয় কারো জন্যও মেয়েদের এ স্বভাবটি চিরন্তন সত্য। সম্পর্কের টানাপড়েনে আপনার প্রিয়তমার মান ভাঙাতে ১০টি মৌলিক বিষয় দেয়া হলো। দেখুন কতো সহজেই মেয়েটির মন গলে যায়।
১. তোমাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে: যদি প্রশ্ন করা হয়, কোন তিনটি জিনিস ছাড়া মেয়েরা বাঁচতেই পারে না? তাহলে নিঃসন্দেহে তালিকাটি হবে- এক. মজার মজার খাবার, দুই. ওয়ার্ডরোব উপচেপড়া পোশাক এবং তিন. প্রশংসায় ভাসানো কথা। মেয়েদেরকে প্রশংসাসূচক কথার বন্যায় ভাসিয়ে দিতে কোনো কার্পণ্য করবেন না। তার চেহারা নিয়ে, পোশাক নিয়ে, চাল-চলন নিয়ে, ফিগার নিয়ে, এমনকি পেশাগত জীবনে কাজের দক্ষতা নিয়েও নিঃসংকোচে প্রশংসা করুন।
আরও পড়ুন: অ্যান্টিবায়োটিক ওষুধের পুরো কোর্স শেষ না করলে শরীরে জন্মে ব্যাকটেরিয়া!
২. তুমিই আমার জীবনে প্রথম নারী: এই একটি কথাই প্রেমিকার কাছে আপনাকে সৎ ও গ্রহণযোগ্য করে তুলবে। সব মেয়েই এমন একটি ছেলে চায় যার একাধিক নারীপ্রীতি নেই। তাছাড়া সম্পর্ক দীর্ঘায়িত করতে বা ঘরসংসার পাততে চাইলে এ কথার কোনো বিকল্প নেই। এ কথায় মেয়েটি তার জীবনে আপনাকে নিরাপদ বলে মনে করবে।
৩. তোমাকে ছাড়া আমার রাত কাটে না: এ বাক্য স্বামী-স্ত্রীর জন্য প্রযোজ্য। স্ত্রীকে আদর করে আরেকটু খোলামেলাভাবেই এ প্রশংসা করতে পারেন স্বামীরা। এমন মন্তব্যে আপনার স্ত্রী আরও বেশি নিজেকে উজাড় করে দেবেন। আপনাদের মাঝের অবাঞ্ছিত বাধাগুলো দূর হয়ে যাবে।
৪. তুমি একজন আদর্শ মা হবে: বিয়ের পর মেয়েদের জীবনের পরিপূর্ণতা আনে মাতৃত্ব। এ জন্য হবু বাবারও যথেষ্ট পরিপক্ব মানসিকতা সম্পন্ন হতে হবে। এ কথাটি একদিকে যেমন একটি মেয়েকে মা হওয়ার স্বপ্ন দেখায়, তেমনি আপনার মাঝেও স্ত্রী একজন সচেতন বাবার ছায়া দেখতে পান। অনেক মেয়েই বলেন, ‘আমার স্বামীর এমন কথাতেই আমার ভেতরে মা হওয়ার ইচ্ছা প্রবলভাবে জেগে ওঠে।’
৫. তুমি কি বাকি জীবন আমার সঙ্গে থাকবে?: একটু বেশি স্পর্শকাতর আর ভীতু নারীদের কাছে এ বাক্য আশ্বস্তের বাণী শোনায়। আপনাকে নিয়ে নিজের ভবিষ্যৎ এবং খুঁটিনাটি নানা বিষয়ে নেতিবাচক ভাবনা নিয়ে যে নারীরা অস্থির থাকেন, আপনার ওই একটি বাক্যই তার সমস্ত সিদ্ধান্তহীনতা দূর করে দিতে পারে। সেই সঙ্গে তাকে আরও বলুন জীবনের বাকি সময়টা তার সঙ্গে কিভাবে কাটাতে চান। মুহূর্তেই তার মুখ থেকে উবে যাবে কালমেঘ, উঠবে ঝলমল করে।
৬. তুমি এ সম্পর্কে কী ভাবছো?: তার মতামত চান। ছোট-বড় সব সিদ্ধান্ত গ্রহণে মত চাওয়াতে আপনার কাছে তার গুরুত্ব ফুটে উঠবে। তবে শুধু চাইলেই হবে না, তার মতামত বিবেচনাও করতে হবে আপনাকে। তাছাড়া সেও আশা করে যে আপনাদের কাজে দুজনের মতামত উঠে আসুক।
৭. তুমিই আমার প্রিয়তম বন্ধু: শুধু অপরূপ চেহারা বা আকর্ষণীয় ফিগারের কারণেই তার প্রতি দুর্বল নন, নিজের একান্ত আপন বন্ধু হিসেবেও আপনি সঙ্গিনীকে পেতে চান। আপনার এ বোধ প্রকাশ করতে পারলে তার কাছে আপনি আরও বেশি আপন হয়ে উঠবেন।
৮. আমি ভাগ্যবান যে তোমাকে পেয়েছি: এ কথা দিয়ে আপনি বোঝালেন যে, আপনাদের দুজনের এ সম্পর্ক জন্ম-জন্মান্তরের বন্ধন। তাকে না পেলে আপনি হয়তো এখনো একা থাকতেন। এতে মেয়েটিও অনুভব করবে যে, তার জীবনে আপনিই সেই ব্যক্তি যার জন্যে সে এতো সময় অপেক্ষা করেছে। অবাক হবেন না যদি এ কথা বলার পর প্রিয়ার গাল লজ্জায় লাল হয়ে ওঠে।
আরও পড়ুন: চুলের যত্নে যে ভুলগুলো এড়িয়ে চলবেন
৯. তুমি বোঝ যে আমার মনে কী আছে: এর মাধ্যমে আপনি মেয়েটাকে নিজের মনের গহীনে বসিয়ে দিলেন। আপনার জন্যে কিছু একটা রান্না করেছে বা একটা শার্ট কিনে এনেছে সে। ঠিক এমনটা আপনিও চাচ্ছিলেন। কাজেই আপনার মনের সবই সে জানে। এ অনুভূতি আপনাকেও তার মনের গভীরে স্থান দেবে।
১০. আমি তোমাকে ভালবাসি: বহুল কথিত তিনটি শব্দের একটি বাক্য। এ তিন শব্দের যাদুতে কাবু হয় না এমন মেয়ে এ দুনিয়ায় নেই। তবে সঠিক সময়ে, সঠিক পরিবেশে এবং সঠিকভাবে তা বলা চাই। সম্পর্কের যেকোনো পর্যায়ে এ কথা বলা যায়। তবে খুব বেশি বেশি বলাটা ভালো দেখায় না। তবে যতবার আপনি বলবেন, এক অদ্ভুত পুলকে ভরে যাবে প্রেমিকার মন।
]]>




