গাজায় আবাসিক ভবনে আগুন, নিহত ২১
<![CDATA[
ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবাসিক ভবনে ভয়াবহ আগুনে ১০ শিশুসহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। গ্যাস লাইন লিকেজের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। খবর আল-জাজিরার।
গাজার জাবালিয়া শহরের একটি অ্যাপার্টমেন্টের ভেতরে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) জন্মদিন উদ্যাপনের সময় হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই আনন্দ আয়োজন পরিণত হয় মৃত্যুপুরীতে। কেক কাটার জন্য মোমবাতি জ্বালানোর পর আগুন লেগে তা ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে। গ্যাস লাইন লিকেজের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, জাবালিয়া শরণার্থী ক্যাম্পের ওই অ্যাপার্টমেন্টে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভবনের বাকি অংশেও ছড়িয়ে পড়ে। ভবনটি জাবালিয়ার প্রচণ্ড ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। এতে আশপাশের এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও জনমনে আতঙ্ক কাটেনি।
আরও পড়ুন: ফিলিস্তিনি যুবকের হামলায় ৩ ইসরাইলি নিহত
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সেখানে প্রচুর পরিমাণে গ্যাসোলিন মজুত ছিল। তা থেকেই আগুন লাগে। শহরের ফায়ার সার্ভিস কার্যকরভাবে এরকম জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্তভাবে প্রস্তুত নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগুন লাগার ঘটনাকে জাতীয় শোক বর্ণনা করে শুক্রবার (১৮ নভেম্বর) এক দিনের শোক ঘোষণা করেন। এদিকে গাজা নিয়ন্ত্রণকারী হামাস জানিয়েছে, আগুনের কারণ নির্ণয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন: ইসরাইল সেনাদের হাতে আরও এক ফিলিস্তিনি নিহত
]]>




