বিশ্বকাপ পরিসংখ্যানে মেসি, রোনালদো ও নেইমার
<![CDATA[
বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার মনে করা হয় লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রকে। তিন তারকার বিশ্বকাপে পারফরম্যান্স কেমন, সেটাও জানতে চান অনেকে। এখানে থাকছে বিস্তারিত।
২০০৬ সালের আসর ২০১৮, কাতার বিশ্বকাপের আগে এখন পর্যন্ত চারটি বিশ্বকাপে খেলেছেন মেসি। চার আসরের ১৯ ম্যাচে ৬ গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্টও করেছেন তিনি। ২০০৬ সালের বিশ্বকাপে প্রথমবার খেলেন মেসি। নিজের প্রথম আসরে সার্বিয়া ও মন্টেনিগ্রোর বিপক্ষে অভিষেকেই গোল করেন মেসি। ওই ম্যাচে তিনি একটি অ্যাসিস্টও করেন।
২০১০ সালের বিশ্বকাপে কোনো গোল পাননি মেসি। ২০১৪ সালের বিশ্বকাপে করেন চার গোল। সবশেষ রাশিয়া বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে একটি গোল আসে তার পা থেকে।
মেসির মতো ২০০৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশ্বকাপের চারটি আসরে খেলেছেন রোনালদোও। তবে ১৭ ম্যাচে তিনি করেছেন ৭ গোল, নামের পাশে রয়েছে ২টি অ্যাসিস্ট। রোনালদোর সাতটি গোল এসেছে ইরান, উত্তর কোরিয়া, ঘানা, স্পেন ও মরক্কোর বিপক্ষে। এর মধ্যে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ যাবে কার ঘরে?
মেসি-রোনালদো, দুজনের চেয়েই বিশ্বকাপে কম খেলেছেন নেইমার। ২০১৪ সালের আসর ও ২০১৮ সালের আসরে ১০ ম্যাচে ৬ গোলের পাশাপাশি তিনি করেছেন ৩টি অ্যাসিস্টও। অন্য দুজনের চেয়ে বিশ্বকাপে অভিষেক ম্যাচটা খুবই উজ্জ্বল নেইমারের। ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই জোড়া গোল করেন এ তারকা।
]]>




