ফুটবলারদের নিরাপত্তায় যুদ্ধ বিমান
<![CDATA[
প্রতিবেশী দুই রাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধে নিরাপত্তা শঙ্কায় আছে পোল্যান্ডও। দিন কয়েক আগেই ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছে দুই পোলিশ নাগরিক। আকাশপথে তাই ফুটবলারদের নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না দেশটির ফুটবল ফেডারেশন। কাতার পৌঁছাতে লেভানদোভস্কিদের নির্দিষ্ট পথ পর্যন্ত নিরাপত্তা দিয়েছে পোল্যান্ডের যুদ্ধ বিমান।
গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘ নয় মাস পরও থেমে নেই। দুই প্রতিবেশী রাষ্ট্রের স্বশস্ত্র সংঘাত শান্তির ঘুম কেড়ে নিয়েছে পোল্যান্ডের। যে কোনো মুহূর্তে প্রাণনাশের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে তাদের।
গত ১৫ নভেম্বর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে দুই পোলিশ নাগরিক। এমতাবস্থায় বিমানযোগে দেশ ছাড়ার পথেও হামলার আতঙ্ক ছিল। তাই কাতারের বিমান ধরার আগে নিরাপত্তার জন্য বিমান বাহিনীর সহায়তা নিয়েছে পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপে অ্যালকোহল বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
লেভানদোভস্কিদের বিমান যখন আকাশে তখন দু’টি এফ-১৬ ফাইটার জেট পাহারার দেওয়ার ভিডিও টুইটারে পোস্ট করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
টুইট করা ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে জাতীয় দলকে কাতারে পথে পোল্যান্ডের দক্ষিণ সীমান্ত পর্যন্ত এফ-১৬ যুদ্ধবিমানের পাহারা দিয়ে নেয়া হচ্ছে।’
আরও পড়ুন: দেশ থেকে ৯০০ কেজি মাংস নিয়ে কাতারে মেসিরা
‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ মঞ্চায়নের বাকি আর মাত্র দুদিন। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা মুখোমুখি হবে ইকুয়েডরের। একদিন বিরতি দিয়ে ২২ নভেম্বর মেক্সিকোর মুখোমুখি হবে পোল্যান্ড। গ্রুপ-সি’তে তাদের অপর দুই প্রতিপক্ষ আর্জেন্টিনা ও সৌদি আরব।
]]>