জয়পুরহাটে ছাত্র-যুবদলের ৪ নেতাকর্মী গ্রেফতার
<![CDATA[
জয়পুরহাটে নাশকতার পরিকল্পনার সময় ছাত্রদল ও যুবদলের ৪ নেতাকর্মীকে ককটেলসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- জয়পুরহাট শহরের শান্তি নগর মহল্লার আনোয়ার হোসেনের ছেলে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মহিদুল ইসলাম রাজিব, সদর উপজেলার হিচমী পরিষদ পাড়ার আবু খায়েরের ছেলে যুবদল নেতা শামীম হোসেন, হিচমী বাজার এলাকার মৃত. বছির উদ্দীনের ছেলে যুবদল কর্মী শাফিকুল ইসলাম ও জয়পুরহাট শহরের তাজুর মোড়ের হুমায়ন কবিরের ছেলে যুবদল কর্মী নূর মোহাম্মদ টিটু।
আরও পড়ুন: শেরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১৫
মামলার বাদী জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর আমীন জানান, শুক্রবার রাতে জয়পুরহাট শহরের শান্তি নগর মহল্লায় রাজিবের বাড়িতে রাজীব, আমিনুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব মোক্তাদুল ইসলাম আদনান, শামীম হোসেন, নূর মোহাম্মদ টিটু, শাফিকুল ইসলামসহ অন্তত ৩০ থেকে ৩৫ জন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী নাশকতার পরিকল্পনায় গোপন সভা করছিলেন। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১০টি ককটেলসহ ৪ জনকে আটক করে। পরে বিস্ফোরক দ্রব্য আইনে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনের নামে মামলা দায়ের করা হয়। শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়ে দেয় পুলিশ।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধান বলেন, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশ মিথ্যা মামলায় তাদের নেতাকর্মীদের গ্রেফতার করছেন।
]]>




