ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংয়ের ‘ছুরি নাঈম’ গ্রেফতার
<![CDATA[
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর গ্যাং লিডার নাঈম প্রকাশ ওরফে ছুরি নাঈমকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ নভেম্বর) দুপুরে গ্রেফতার নাঈমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১৯ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নাঈম সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের শামসু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সরাইল থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ৫ বছর আগে নাঈমের নেতৃত্বে অরুয়াইল এলাকায় গড়ে ওঠে একটি কিশোর গ্যাং। এ গ্যাংয়ের ১২-১৪ জন সদস্য রয়েছে। এ গ্যাংয়ের সদস্যরা এলাকায় মাদক বিক্রি, মাদকসেবন, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
আরও পড়ুন: আশুলিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে একাধিক কিশোর গ্যাং গ্রুপ
স্থানীয়রা জানায়, সন্ধ্যার পরই অরুয়াইলের বেশির ভাগ সড়ক ও অলিগলি চলে যায় নাঈম গ্যাংয়ের দখলে। গ্যাংয়ের সদস্যরা মুখোশ পড়ে এলাকায় ছিনতাই, অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এ কিশোর গ্যাংয়ের কাছে জিম্মি ওই এলাকার সাধারণ মানুষ।
এ ব্যাপারে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. শেহাবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘তার বিরুদ্ধে সরাইল থানায় একাধিক মামলা রয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাঈম গ্যাংয়ের বাকি সদস্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।’
]]>




