কাতার বিশ্বকাপে গেলেন ‘ম্যারাডোনা’!
<![CDATA[
কাতারে ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনা! অবাক করা বিষয়ই বটে। তবে এটাই সত্যি! তাকে ছাড়া প্রথম বিশ্বকাপ কিছুতেই মানতে পারছেন না ভক্তরা। আর তাই ম্যারাডোনার প্রতিকৃতি নিয়ে তারা হাজির স্টেডিয়ামে। ভক্তদের বিশ্বাস মেসির প্রচেষ্টা আর ফুটবল ইশ্বরের আশীর্বাদে এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।
কাতার বিশ্বকাপের জমকালো উদবোধনী অনুষ্ঠান মন্ত্রমুগ্ধ করেছে দর্শকদের। ইতিহাস রচনার এই ক্ষণ মাঠে বসে উপভোগ করাদের মাঝে কাজ করে আলাদা রোমাঞ্চ। আর দ্য গ্রেটেস্ট শো অন আর্থের এমন অনুষ্ঠানে প্রথমবারের মতো নেই ম্যারাডোনা। তবে না থেকেও তিনি আছেন ভক্তদের হৃদয়ে।
ফুটবলের সর্বকালের সেরাদের একজন ডিয়েগো ম্যারাডোনা। দেড় বছর হয়ে গেল প্রয়াত হয়েছেন ‘ফুটবল ঈশ্বর’। এ ফুটবল জাদুকরকে ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না। বেঁচে থাকলে নিশ্চিতভাবেই কাতার বিশ্বকাপ দেখতে যেতেন তিনি। বিশ্বকাপে এটা ফুটবলপ্রেমীদের কাছে বড় ধাক্কা।
আরও পড়ুন: রাজধানীতে কোথায় বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ
তাই এই ‘ফুটবল ঈশ্বরের’ প্রতিকৃতি নিয়ে মরুর বুকে হাজির হয়েছেন ভক্তরা। তারা বলছেন, ‘দিয়াগো ম্যারাডোনা এখানে উপস্থিত নেই। তবে তিনি আমাদের মধ্যেই আছেন। ম্যারাডোনার উপস্থিতি অনুভব করতে আমরা এখানে তার প্রতিকৃতি নিয়ে হাজির হয়েছি। এই প্রথমবারের মতো তাকে আমরা বিশ্বকাপে পাইনি। এটি আমাদের জন্য খুবই দুঃখজনক।’
ম্যারাডোনার এখানে না থাকাটা শুধু যে দুঃখজনক তা নয়, তাকে হারিয়ে আর্জেন্টিনা অনেক বড় কিছু হারিয়েছে।
আরও পড়ুন: ‘পর্তুগাল যেকোনো সময়ের চেয়ে ভয়ংকর’
আর্জেন্টাইনরা বলছেন, ‘এবারের বিশ্বকাপে মেসির সেরা পারফরম্যান্স আমাদের শিরোপা জেতাতে সাহায্য করবে। ম্যারাডোনা সশরীরে এখানে না থাকলেও ওপর থেকে তিনি প্রার্থনা করছেন। তার আশীর্বাদে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে এবার।’
]]>