ফেনীর মোহাম্মদ আলীতে ৫ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক, প্রাইভেটকার জব্দ
ফেনী | তারিখঃ November 21st, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 18 বার
সদর প্রতিনিধি->>
ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৯৪০ পিস ইয়াবা সহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় ইয়াবাসহ মো. মনির খান (২৩) ও মো. জুয়েল খন্দকার (২০) কে আটক করে র্যাব। এসময় জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার।
আটক মো. মনির খান নরসিংদী জেলার দত্তেরগাঁও গ্রামের মঙ্গল খানের ছেলে ও মো. জুয়েল খন্দকার একই এলাকার আবুল কালাম খন্দকারের ছেলে।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যার জানতে পারে মাদক ব্যবসায়ীরা একটি প্রাইভেটকারযোগে ইয়াবা বহন করে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম হতে ঢাকার দিকে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ফেনীর মোহাম্মদ আলী বাজারস্থ ঢাকাগামী মহাসড়কের এস রহমান ফিলিং স্টেশন সংলগ্ন রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা প্রাইভেটকারটি থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে র্যাব সদস্যরা গাড়ীসহ দুইজনকে আটক করে। পরে আটকদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাদের পরিহিত প্যান্টের পকেট হতে ২৫ টি পলিজিপার প্যাকেটে মোট ৪ হাজার ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় প্রাইভেটকারটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৯ লাখ ৭৬ হাজার টাকা।
র্যাব-৭, ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত পরিচালক মো. জুনায়েদ জাহেদী জানান, আটককৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




