ওয়েলস-যুক্তরাষ্ট্র দ্বৈরথে লাইমলাইটে যারা
<![CDATA[
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে গ্যারেথ বেলের ওয়েলস। আল রায়ান স্টেডিয়ামে সোমবার (২১ নভেম্বর) মুখোমুখি হবে দুই দল। এ ম্যাচে ওয়েলসের হয়ে গ্যারেথ বেলের পাশাপাশি লাইমলাইট কেড়ে নিতে পারেন ইথান আমপাদু। যুক্তরাষ্ট্রের হয়ে আলো ছড়াতে পারেন ক্রিস্টিয়ান পুলিসিচ ও জিওভান্নি রেইনা।
ওয়েলসের ইতিহাসেরই অন্যতম সেরা ফুটবলার গ্যারেথ বেল। সাউদাম্পটন, টটেনহ্যাম, রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা এখন মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে মাঠ মাতাচ্ছেন। ক্যারিয়ারের সেরা সময় পার করে এলেও ৩৪ বছর বয়সী বেলই বিশ্বকাপে ওয়েলসের প্রধান ভরসা। দারুণ গতি আর ড্রিবলিং করার ক্ষমতা বেলের প্রধান অস্ত্র।
আরও পড়ুন: ডাচদের চোখে চোখ রেখে লড়ছে সেনেগাল
বেল একজন দুর্দান্ত হেডার ও ফ্রি-কিক স্পেশালিস্টও। ক্যারিয়ারের শুরুতে লেফটব্যাক হিসেবে খেলা বেল পরবর্তীতে উইঙ্গার হিসেবে নিজেকে প্রজন্মের অন্যতম সেরায় পরিণত করেন। ওয়েলসকে বিশ্বকাপে ওঠানোয় বড় ভূমিকা পালন করেছেন তিনিই। বাছাইপর্বে ৭ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি করেন ৩ অ্যাসিস্ট।
চেলসি থেকে ধারে সিরি ‘আর ক্লাব স্পেজিয়াতে খেলা আমপাদু ওয়েলসের স্কোয়াডের অন্যতম সেরা প্রতিভা। মাত্র ২২ বছর বয়সেই তিনি দলটির নিয়মিত সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছেন। ডিফেন্ডার হিসেবে খেললেও এই তরুণ স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও। বিশ্বকাপে নজর কাড়তে পারেন তিনি। এছাড়াও নটিংহ্যাম ফরেস্টের ২১ বছর বয়সী ডিফেন্ডার নিকো উইলিয়ামস, ডান্ডি ইউনাইটেডের মিডফিল্ডার ডায়লান লেভিট, নটিংহ্যাম ফরেস্টের উইঙ্গার ব্রেনান জনসন কাড়তে পারেন নজর।
চেলসির পুলিসিচ বিশ্বকাপে হতে পারেন যুক্তরাষ্ট্রের মূল আকর্ষণ। ২৪ বছর বয়সী পুলিসিচ অত্যন্ত প্রতিভাবান এক খেলোয়াড়। অ্যাাটকিং মিডফিল্ডার হলেও উইংয়েও খেলতে পারেন স্বাচ্ছন্দে। তার খেলার মান ও জাতীয়তার জন্য সমর্থকরা তাকে ডাকে বিখ্যাত কমিক চরিত্র ক্যাপ্টেন আমেরিকা নামে। চেলসির হয়ে এখনো নিয়মিত হতে না পারলেও সুযোগ পেলেই নিজের প্রতিভার প্রমাণ রাখেন। গতি ও ড্রিবলিং দক্ষতার পাশাপাশি চমৎকার সব পাস দিয়ে থাকেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ে ১০ ম্যাচে করেছেন ৫ গোল।
আরও পড়ুন: মেসিকে নিয়ে কী লুকানো হচ্ছে?
যুক্তরাষ্ট্র ফুটবল দলের সাবেক অধিনায়ক ক্লাউদিও রেইনার ছেলে জিওভান্নি রেইনাকে আগামী প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হয়। সবশেষ গোল্ডেন বয় অ্যাওয়ার্ডেও তিনি মনোনয়ন পেয়েছিলেন। বুন্দেসলিগার দল বরুশিয়া ডর্টমুন্ডের অ্যাাটাকিং মিডফিল্ডার রেইনা খেলতে পারেন উইংয়েও। ২০ বছর বয়সী এই খেলোয়াড় গত মৌসুমে ভয়াবহ ইনজুরিতে পড়ার পর এখন মাঠে ফিরে ছন্দ খুঁজছেন।
]]>




