বিনোদন

সৌদির বিপক্ষে যে জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

<![CDATA[

ছত্রিশ বছরের শিরোপার আক্ষেপ কিংবা মেসির শেষ বিশ্বকাপ শিরোপায় রাঙাতে প্রস্তুত লাতিন আমেরিকার জায়ান্ট আর্জেন্টিনা। বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সৌদি আরব।

ফিফা বিশ্বকাপে এবারই প্রথমবার দেখা হতে যাচ্ছে আর্জেন্টিনা ও সৌদি আরবের। এখন পর্যন্ত ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় চারবার মুখোমুখি হয়েছে দল দুটি। এর মধ্যে দুটিতে জয় পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। আর সবশেষ দেখায় ২০১২ সালে প্রীতি ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়।

এদিকে, টিওয়াইসি স্পোর্টস বলছে, সৌদির বিপক্ষে ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি পরেই মাঠে নামবেন মেসি ডি মারিয়ারা। সেই সঙ্গে কালো প্যান্টস থাকবে। এছাড়া গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ গায়ে জড়াবেন লাল জার্সি।

এছাড়া সি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষেও হোম জার্সিতে দেখা যাবে মেসিদের। তবে এই ম্যাচে মার্টিনেজকে দেখা যাবে গাঢ় সবুজ জার্সিতে।

আরও পড়ুন: এটাই আমার শেষ বিশ্বকাপ, স্বপ্নপূরণের শেষ সুযোগ

মেসিদের হোম জার্সি চিরায়ত আকাশী-সাদাই। তবে, বদলে গেছে অ্যাওয়ে জার্সি। এবারের রং হালকা বেগুনি। অফিসিয়ালি যা লিগ্যাসি ইন্ডিগো বা পার্পল রাশ। প্রথমবারের মতো এই পার্পল রং গায়ে জড়াতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। জার্সির রং ও ডিজাইন করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে মাথায় রেখে। 

জার্সি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস জানিয়েছে, লিঙ্গ সমতার বার্তা দিতেই এই রং বেছে নেয়া হয়েছে। এছাড়া জার্সি তৈরির উপকরণেও অভিনবত্ব এনেছে অ্যাডিডাস। সমুদ্র সৈকতে পরিবেশ দূষণকারী প্লাস্টিককে কাজে লাগানো হয়েছে এই জার্সি তৈরিতে। প্লাস্টিককে রিসাইকেল করে তৈরি করা হয়েছে এই জার্সি। জার্সির তৈরির ৫০ শতাংশ উপাদান এই রিসাইকেল প্লাস্টিক। 

জানা যাচ্ছে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে বেগুনি জার্সি পরে খেলবে মেসি বাহিনী।

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!