বাংলাদেশ

পাঁচ মাসে ভারত থেকে ৯০ হাজার মেট্রিক টন চাল আমদানি

<![CDATA[

বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ৫ মাসে ভারত থেকে প্রায় ৯০ হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছে। তা সত্ত্বেও দেশের বাজারে প্রতিনিয়ত বাড়ছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম ২ থেকে ৩ টাকা পর্যন্ত বেড়েছে। আমদানি ও সরবরাহ স্বাভাবিক থাকলেও প্রশাসনের তদারকির অভাবেই বাজারে চালের দাম কমছে না বলে দাবি ভোক্তাদের।

দেশে চালের বাজার স্বাভাবিক রাখতে চলতি বছর আমদানি শুল্ক কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে সরকার। এখন পর্যন্ত ১৫১জন আমদানিকারককে প্রায় ৬ লাখ ২৫ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়া হয়।

দেশের বিভিন্ন বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হচ্ছে। তারমধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ৫ মাসে ৮০ হাজার ৯৯২ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৬ হাজার ৫১৩ মেট্রিক টন আতপ চাল আমদানি হয়েছে। তবে আমদানি স্বাভাবিক ও দেশীয় চাল বাজারে আসলেও দাম দিন দিন বেড়েই চলেছে। এতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষের কষ্ট বাড়ছে।

চালের দামে নাভিশ্বাস এক ভোক্তা বলেন, ‘দেশের বাজারে ধান-চাল উঠে গেছে। তারপরও দামও কমছে না। সরকারের নজরদারির অভাবেই চালের দাম কমছে না। আমরা গরিব মানুষ কী করে বাঁচব।’

একইসঙ্গে চাল গুদামজাতকরণ ও প্রশাসনের তদারকির ব্যর্থতাকে দায়ী করেছেন সাধারণ ব্যবসায়ীরা। এক চাল ব্যবসায়ী বলেন, ‘চালের বাজার চড়া। একটু কম দামে চাল কেনার আশায় বসে আছি। কিন্তু কোথাও দাম কমছে না। বাজারে ‍কৃত্রিম সংকট দেখা দেয়ার কারণে এমন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।’

আরও পড়ুন: আপৎকালীন মজুত গড়ে তুলছে বাংলাদেশ

তবে দ্রুত চালের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে দাবি করছেন আমদানিকারকরা। বেনাপোলের এক চাল আমদানিকারক বলেন, ‘বাজারে নতুন ধান উঠলে কিছুদিনের মধ্যেই চালের দাম কমে আসবে বলে আশা করছি।’

এদিকে, আমদানি করা চাল আসার পরই তার গুণগত মান পরীক্ষা করে দ্রুত খালাসের নির্দেশ দেয়া হয় বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দর প্রশাসনের উপপরিচালক আব্দুর জলিল। তিনি বলেন, ভারত থেকে যেসব চাল আসছে, সেগুলো বেনাপোল স্থলবন্দর থেকে যাতে দ্রুত খালাস হয় সে লক্ষ্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।

বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারি সংগনিরোধ কর্মকর্তা হেমন্ত কুমার সরকার বলেন, ‘বর্তমানে সিদ্ধ ও আতপ চাল বাংলাদেশে প্রবেশ করছে। আমরা এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখছি যে এগুলো খাওয়ার উপযোগী কী-না। তার পরেই আমরা ছাড়পত্র দিচ্ছি।’

বেনাপোল স্থলবন্দরের তথ্যমতে, প্রতিদিন শতাধিক ট্রাক চাল ভারত থেকে আমদানি হচ্ছে। এদিকে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে চালের দাম ২ থেকে ৩ টাকা বেড়ে দেশীয় খুচরা বাজারে আতপ ৪৫ টাকা, সিদ্ধ চাল ৫১ টাকা, মিনিকেট ৬৬ টাকা, ব্রি-২৮ চাল ৫৮ টাকা ও তেষট্টি চাল ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। 
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!