আর্জেন্টিনার দুঃস্বপ্ন, সৌদি আরবের কে এ গোলরক্ষক?
<![CDATA[
হট ফেবারিটের তকমা নিয়ে কাতারে পাড়ি দেয়া আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে সৌদি আরব। অফসাইড ফাঁদ এড়িয়েও যখন তারা গোল করার চেষ্টা করেছে তখনই বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষের গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস।
লুসাইলে মঙ্গলবার (২২ নভেম্বর) আর্জেন্টিনার অন টার্গেটে করা ৬টি শট ফিরিয়ে দিয়ে সৌদি আরবের জয়ের অন্যতম নায়ক আল-ওয়াইস। ২-১ গোলে জয়ের ম্যাচে তিনি যেন ছিলেন চীনের মহাপ্রাচীর। তার বিশ্বস্ত গ্লাভস নস্যাৎ করে দিয়েছে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজের মতো বিশ্বসেরা ফরোয়ার্ডদের দুর্দান্ত সব শট।
অথচ বিশ্বকাপ শুরুর আগে আল-ওয়াইসকে খুব একটা চিনতো না কেউ। বিশ্বের সেরা লিগগুলোর কোনো ক্লাবেও খেলেন না তিনি। তার নাম নেই ফিফার রেটিং দেয়া সেরা ১০০ গোলকিপারের তালিকাতেও।
আরও পড়ুন: আর্জেন্টিনাকে হারানোয় সৌদিতে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা
৩১ বছর বয়সী আল-ওয়াইস ক্যারিয়ারের দীর্ঘ সময় কাটিয়েছেন সৌদি আরবের দুই ক্লাব আল-শাবাব ও আল-আহলিতে খেলে। কিছুদিন আগে তিনি যোগ দিয়েছেন নিজ দেশের আরেক ক্লাব আল-হেলালে। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই গোলরক্ষক দেশের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৪৩ ম্যাচ, ছিলেন রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপের দলেও। তবে তিনি আলো কেড়েছেন এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে। তার ক্যারিয়ারের হয়তো সবচেয়ে সেরা দিন হয়ে থাকবে আর্জেন্টিনার বিপক্ষে এ ম্যাচটি।
মেসিদের বিপক্ষে তিনি যে জাদু দেখিয়েছেন তাতে শুধু তার দেশের মানুষই নয়, মনে রাখবে প্রতিটি আলবিসেলেস্তে সমর্থক। প্রথমার্ধের শুরুতেই তিনি হতাশ করেছেন লিওনেল মেসিকে। ম্যাচের দুই মিনিটে মেসির শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকান সৌদির এ গোলরক্ষক। যদিও ১০ মিনিটে মেসির পেনাল্টি তিনি ঠেঁকাতে পারেননি। তবে এরপরই তিনি পরিণত হয়েছেন আর্জেন্টিনার দুঃস্বপ্নে।
আরও পড়ুন: আর্জেন্টিনার হারে মেসির স্ত্রীর ‘হৃদয়ভাঙা’ পোস্ট
অবশ্য আর্জেন্টিনার জন্য এদিন দুঃস্বপ্ন ছিল সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি। যেখানে ভিআর চেকে বাদ পড়ে তাদের তিনটি গোল। আর বাকিটা গ্লাভস হাতে নিপুণ দক্ষতায় সারেন আল-ওয়াইস। ৬৩ মিনিটে পোস্টের একেবারে সামনে থেকে তাগলিয়াফিকোর শট ফিরিয়ে দেন তিনি। ৮৪ মিনিটে ঠেকান দি মারিয়ার ক্রস থেকে আসা মেসির হেড। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে হুলিয়ান আলভারেজের হেড দুর্দান্ত ডাইভে সেই প্রচেষ্টা রুখে দেন আল-ওয়াইস।
গোল বাঁচাতে এদিন ওয়াইস এতটাই মরিয়া ছিলেন যে অতিরিক্ত সময়ে নিজ দলের ডিফেন্ডার ইয়াসের আর-শাহরানিকেই হাঁটু দিয়ে আঘাত করে বসেন। সতীর্থকে দুর্ঘটনাবশত আঘাত করার পর হতাশায় তাকে মাথা নিচু করে মাঠে কিছুক্ষণ উপুড় হয়ে থাকতে দেখা যায়। সব মিলিয়ে বাজপাখির ভূমিকায় ম্যাচে তিনি মেসি-ডি মারিয়াদের ৬টি অন টার্গেট শট ব্যর্থ করে দেন। সৌদি আরবকে উপহার দেন একটি ঐতিহাসিক জয়।
]]>




