৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধির পথে ইরান
<![CDATA[
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করার প্রতিবাদে তেহরান ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। তেহরানের পক্ষ থেকে মঙ্গলবার (২২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে একটি চিঠি দিয়ে ইউরেনিয়াম ৬০ ভাগ সমৃদ্ধের বিষয়টি জানানো হয়েছে। খবর সিবিএস নিউজের।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ভূগর্ভস্থ পরমাণুকেন্দ্রে এই ইউরেনিয়াম সমৃদ্ধির কাজ চালিয়ে যাচ্ছে ইরান। ফোরদো পরমাণুকেন্দ্রে চলছে ইউরেনিয়াম তৈরির কাজ।
২০১৫ সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী, বিদ্যুতের চাহিদা মেটাতে ২০ শতাংশের বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে ছাড় রয়েছে ইরানের। এর চেয়ে বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন নিষেধ।
কিন্তু কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ এবং ইসরাইল মনে করে আসছে, ইরানের পরমাণু বিদ্যুৎ কর্মসূচির আসল উদ্দেশ্য পরমাণু অস্ত্র তৈরি করা।
আরও পড়ুন: ইরানের বর্তমান পরিস্থিতি ‘গুরুতর’: জাতিসংঘ
ইরানের ওপর চাপ সৃষ্টি করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপের তিন দেশ সম্প্রতি ইরানবিরোধী একটি প্রস্তাব পাস করেছে। ইউরেনিয়াম শতকরা ৬০ ভাগ সমৃদ্ধির বিষয়টি ইরানের পক্ষ থেকে আইএইএ-র জন্য শক্তিশালী বার্তা। তবে পরমাণু বোমা তৈরি করতে গেলে ৯০ শতাংশ বা তার বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন।
আইএইএ-র বোর্ড অব গভর্নর্সে পাস হওয়া প্রস্তাবের জবাবে ইরান অন্য পদক্ষেপ হিসেবে নাতাঞ্জ ও ফোর্দো পরমাণু স্থাপনায় দুটি আইআর-২এম এবং আইআর-৪ সেন্ট্রিফিউজ বসিয়েছে। তেহরানের এই পদক্ষেপের অর্থ হচ্ছে, ইরান বাস্তবিক অর্থে যেকোনোভাবেই হোক উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে, যা আগামী কয়েক দিনের মধ্যে শেষ হবে।
আরও পড়ুন: আবারও উত্তেজনা, ইরান-ইসরাইল দ্বন্দ্বের নেপথ্যে কী?
এ ছাড়া ইরান নাতাঞ্জ ও ফোরদো পরমাণু স্থাপনা দুটি খালি হলে নতুন সেন্টিফিউজ বসিয়েছে। ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব পাস করা হয়েছে, এগুলো হচ্ছে তার বিরুদ্ধে চূড়ান্ত জবাব।
]]>




