ই-ক্যাব ইয়ুথ ফোরামের মিলনমেলা
<![CDATA[
প্রায় দুই বছর পর প্রাণ ফিরে পেল ই-ক্যাব ইয়ুথ ফোরাম। নবগঠিত কমিটির সার্বিক তত্ত্বাবধানে ধানমন্ডির আড্ডা মাল্টি কিউসিন রেস্টুরেন্টে ই-কমার্স খাতে তরুণ ব্যবসায়ীদের সব রকমের সাহায্য করার লক্ষ্যে এবং নেটওার্কিং বাড়ানোর সংকল্প নিয়ে এ মিটআপ অনুষ্ঠিত হয়।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-কমার্স খাতের ৬০ জনের বেশি তরুণ উদ্যোক্তা। অনুষ্ঠানে উপস্থিত থেকে তরুণ উদ্যোক্তাদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ই-ক্যাব ইয়ুথ ফোরামের প্রতিষ্ঠাতা এক্স প্রেসিডেন্ট ও ই-ক্যাবের ফাইনান্স সেক্রেটারি আসিফ আহনাফ, ই-ক্যাবের ইয়ুথ ফোরামের ডিরেক্টর ইনচার্জ ও ই-ক্যাবের পরিচালক অর্ণব মুস্তফা। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্যাবের পরিচালক সাইদুর রহমান, স্টেডফাস্ট কুরিয়ারের ব্যবস্থাপনা পরিচালক রিদওয়ানুল বারী জিওন ও ই-ক্যাবের মেম্বার আফেয়ার্স স্টান্ডিং কমিটির চেয়ারম্যান আব্দুল রহমান মামুন।
আরও পড়ুন: একপে’তে পরিষেবা বিল প্রদানে যুক্ত হলো আরো ৮ প্রতিষ্ঠান
উপস্থিত ছিলেন ই-ক্যাব ইয়ুথ ফোরামের নতুন কমিটির ভাইস চেয়ারম্যান হুমায়ূন কবির রাজিব, মেম্বার সেক্রেটারি মাসুদুজ্জামান রাসেল, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি রেইন আনাম, ইনস্টিটিউট সেক্রেটারি সিহাব আহম্মেদ স্বাধীন, উইমেন এমপাওয়ারমেন্ট সেক্রেটারি রিনা আক্তার, পিআর অ্যান্ড মিডিয়া উইং মেম্বার রোজিনা রোজী, কন্টেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ উইং মেম্বার আবু মুসা, ব্র্যান্ডিং অ্যান্ড কন্টেন্ট উইং সাইমুম সালেহীন, কোর টিম মেম্বার মামুন হোসেনসহ আরও অনেকে।
]]>