যুক্তরাষ্ট্রের বাজারে রেকর্ড সংখ্যক জিন্সপোশাক রফতানি
<![CDATA[
চলমান মন্দার শঙ্কার মধ্যেও মার্কিন যুক্তরাষ্ট্রে বাজারে বাংলাদেশের ডেনিম বা জিন্সপোশাক রফতানি অব্যাহতভাবে বাড়ছে। ২০২২ সালের প্রথম নয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসে দেশটিতে ৭৩৮ দশমিক ৭০ মিলিয়ন ডলারের ডেনিম পোশাক রফতানি করেছে বাংলাদেশ।
এটি গত বছরের একই সময়ে তুলনায় ৪১ দশমিক শূন্য ১ শতাংশ বেশি। এমনটাই তথ্য দিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) পরিসংখ্যান।
গত বছরের প্রথম নয় মাসে যুক্তরাষ্ট্রের বাজারে ৫২০ দশমিক ১৬ মিলিয়ন ডলারের ডেনিম পোশাক রফতানি করেছিল বাংলাদেশ।
আরও পড়ুন: ৩২৭ কোটি টাকায় কনটেইনার স্ক্যানার সিস্টেম কিনবে সরকার
অটেক্সার এর পরিসংখ্যান বলছে, জানুয়ারি-সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম পোশাক রফতানি করে বাংলাদেশ শীর্ষে রয়েছে। এর পরেই রয়েছে মেক্সিকো। দেশটি যুক্তরাষ্ট্রের বাজারে ৫৬১ দশমিক ৩৮ মিলিয়ন ডলারের ডেনিম রফতানি করেছে। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। দেশটি ৩৭৬ দশমিক ৯৫ মিলিয়ন ডলার মূল্যের ডেনিম রফতানি করেছে। তার পরেই রয়েছে ভিয়েতনাম। তারা ৩৪৮ দশমিক ৬৪ মিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে।
একই সময়ে চীন রফতানি করেছে মাত্র ২৯১ দশমিক ৪৫ মিলিয়ন ডলারের পণ্য।
]]>