বিনোদন

নির্ভার রোনালদোর দিকেই নজর সমর্থকদের

<![CDATA[

বিশ্বকাপে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মাঠে নামবে রোনালদোর পর্তুগাল। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সমঝোতার মাধ্যমে বিদায় নেয়ায় নির্ভার সিআর সেভেন। ঘানাকে সমীহ করলেও, জয়ে শুরুর লক্ষ্য সেলেকাওদের। জাহাজের কন্টেইনার দিয়ে নির্মিত স্টেডিয়াম ৯৭৪ এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

মরুর বুকে ঝর শুরু হয়ে গেছে। সে ঝরে এরইমধ্যে উড়ে গেছেন লিওনেল মেসি। অস্ট্রেলিয়া ম্যাচে এমবাপ্পের শুরুটাও দুর্দান্ত হয়েছে। তবে, এখনও একটা অতৃপ্তি রয়েই গেছে সমর্থকদের। ফুটবলের আরেক যাদুকর, ক্ষীপ্র গতি বুদ্ধীদীপ্ত নৈপুণ্য দিয়ে মাতিয়ে রাখা রোনালদো এখনও মাঠে নামেননি তার সৌরভ নিয়ে। পর্তুগিজ সৌরভের অপেক্ষার থাকাদের জন্য খুশির খবর। ঘানার বিপক্ষে জয়ে শুরুর লক্ষ্য নিয়ে মাঠে নামবে সেলেকাওরা।

আরও পড়ুন: কোস্টারিকার বিপক্ষে বিশ্বকাপের সবচেয়ে বড় ব্যবধানে জয় স্পেনের 

ফুটবল ক্যারিয়ারে দলকে ইউরো, নেশন্স লিগের শিরোপা উপহার দিলেও এখনও অধরাই আছে রোনালদোর বিশ্বকাপের সাফল্য। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে কি পূরণ হবে সে আক্ষেপ? হোক বা না হোক, রোনালদো মুখিয়ে আছেন বিশ্বকাপে গেল কয়েক মাসে ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডে বয়ে চলা নানা সমালোচনার জবাব দিতে। ম্যাচের আগে খুশির খবর পেয়েছেন সিআর সেভেন। সমঝোতার মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মুক্তি মিলেছে তার। ঘানা ম্যাচে তাই ফুরফুরে এক রোনালদোর অপেক্ষায় ফুটবল বিশ্ব।

ফিফা র‌্যাংকিংয়ে ৯ এ পর্তুগাল। সে তুলনায় ৬১ তম স্থানে ঘানা। দলে আর কোন ইনজুরিও নেই। আক্রমণে তার দিকেই তাকিয়ে থাকবে দল। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৭ ম্যাচে ৭টি গোল করেছেন রোনালদো। আক্রমণে তার সঙ্গী হতে পারেন বার্নাদো সিলভা। গোলপোস্টে ফারনান্দো সান্তোসের প্রথম পছন্দ দিয়েগো কস্তা। এছাড়া সম্ভাব্য একাদশে আছেন ক্যানসেলো, দিয়াস, পেরেরা, মেন্ডেসরা।

আরও পড়ুন: বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশে নেই মেসি-রোনালদো! 

এদিকে বছরটা একেবারেই ভাল যাচ্ছে না ঘানার। ১২ ম্যাচে ‘ব্ল্যাক স্টারস’ খ্যাত দলটি জিতেছে মাত্র ২ ম্যাচে। বিশ্বকাপে সে ঘাটতি পূরণ করতে চায় আফ্রিকার দলটি। পতুর্গালের সম্ভাব্য ফরমেশন হতে পারে ৪-২-৩-১। ঘানাও একই পথে হাটছে। দু’দলের এখন পর্যন্ত দেখা হয়েছে মোটে একবার। সে ম্যাচে ১-০ গোলে জিতেছে পর্তুগাল।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!