প্রধানমন্ত্রীর ভাষা ভালো হলে আরও ২০ বছর ক্ষমতায় থাকতেন : বঙ্গবীর
<![CDATA[
কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বর্তমান নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রীকে বলেন, আপনি যদি ভাল করে কথা বলতেন তাহলে আগামী ২০ বছর ক্ষমতায় থাকতে পারতেন। কিন্তু আপনার মুখের ভাষা ভালো না।
বুধবার (২৩ নভেম্বর) বিকালে টাঙ্গাইলের সখিপুর উপজেলা ডাকবাংলো চত্বরে কৃষক-শ্রমিক-জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বিএনপি প্রসঙ্গে বলেন, ১৯৯৯ সালে ১৫ নভেম্বর সখিপুরে সরকার ভোট চুরি করেছিলো। বিএনপি যদি তখন ভোট চুরির প্রতিবাদ করতো আজ বিএনপিকে এমন কান্নাকাটি করতে হতো না।
আরও পড়ুন: দেশের সেবক হতে এমপি-মন্ত্রী হওয়ার প্রয়োজন নাই: কাদের সিদ্দিকী
আব্দুস সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক হবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক। এছাড়া উপস্থিত ছিলেন, যুগ্মসম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
]]>




