টার্মিনাল সংস্কারের দাবিতে সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট
<![CDATA[
সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার ও পুলিশি হয়রানির প্রতিবাদে দূরপাল্লার বাস বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়ন। সুনামগঞ্জ থেকে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম গাজীপুর, সিলেট, ছাতক, জগন্নাথপুর ও দিরাইসহ ১০টি রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতারা এ ঘোষণা দেন।
পরিবহন শ্রমিকরা জানায়, সুনামগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে পরিবহন শ্রমিকরা আন্দোলন সংগ্রাম করে আসছে, কিন্তু বাস টার্মিনাল সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি জেলা পরিষদ। ছোট এ টার্মিনালে কোনো রকমভাবে মিনিবাস স্ট্যান্ডবাই করে রাখা গেলেও আন্তঃজেলা পরিবহনের বড় বাসগুলো সেখানে রাখা যায় না। তাই সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড, হাজীপাড়া, কালীপুর মোড়সহ বিভিন্ন স্থানে বাস পার্কিং করে রাখেন শ্রমিকরা। এতে সুনামগঞ্জ শহরের বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষ পড়েন সীমাহীন দুর্ভোগে। আবার রাস্তায় গাড়ি পার্ক করলে পুলিশ হয়রানি করে। এ সমস্যা সমাধানে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন।
আরও পড়ুন: পরিবহন ধর্মঘটের ‘কারণ’ জানালেন তথ্যমন্ত্রী
সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল কবীর বলেন, ‘শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ছিল টার্মিনাল সংস্কার করা ও টার্মিনালের পুকুর মাটি ভরাট করে বাস-মিনিবাস রাখার জায়গা বৃদ্ধি করা। কিন্তু আজ পর্যন্ত তাদের দাবির বাস্তবায়ন হয়নি। তাই জেলার সকল পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা কর্মবিরতির ডাক দিয়েছেন।
সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, আন্তঃজেলা বাস রাখার জায়গা নেই টার্মিনালে, এটি দীর্ঘদিনের সমস্যা। অথচ এ বিষয়ে কেউ গুরুত্ব দিচ্ছে না। তাই সমস্যা সমাধানের দাবিতে এ ধর্মঘটের ঘোষণা।
]]>




