খেলা

কোম্পানীগঞ্জে ব্রাজিল সমর্থকদের মোটর শোভাযাত্রা

<![CDATA[

ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের সমর্থনে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন সমর্থকরা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলার হাসপাতাল গেইট থেকে এ শোভাযাত্রা বের করা হয়।

দলের সমর্থনে স্লোগান দেওয়াসহ বিশ্বকাপের থিম সং ও ভেঁপু বাজিয়ে শোভাযাত্রাটি বসুরহাট বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল গেইটে গিয়ে শেষ হয়।

এ সময় ব্রাজিলের সমর্থকদের গায়ে ব্রাজিলের জার্সি এবং হাতে বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা শোভা পাচ্ছিল।

আরও পড়ুন: আর্জেন্টিনা, ব্রাজিল: কেন এই সমর্থনের উৎসব, উন্মাদনা?

ব্রাজিলের সমর্থক আশরাফুল ইসলাম বলেন, আমি বাংলাদেশের নাগরিক, আর তাই এ দেশকেই বেশি ভালোবাসি। তবে ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্রাজিলের সমর্থন করি। আর তাই বিশ্বকাপে ব্রাজিল দলের জয় প্রত্যাশা করে তাদের স্বাগত জানিয়ে এ শোভাযাত্রার আয়োজন। যেখানে ব্রাজিলের সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

শাহাদাত হোসেন বলেন, ব্রাজিল সাপোর্টার্স অফ কোম্পানীগঞ্জ নামক ফেসবুক গ্রুপের আয়োজনে ব্রাজিল সাপোর্টারদের অংশগ্রহণে মোটর শোভাযাত্রা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। যেটি ব্রাজিল ফুটবল দলকে ভালোবেসেই করা, আমরা সবাই প্রত্যাশা করছি এবারের বিশ্বকাপও ব্রাজিল জিতবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!