রোনালদোকে ইতিহাস গড়তে গোলটি উপহার দিয়েছেন রেফারি
<![CDATA[
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঘানাকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল। সে ম্যাচে পর্তুগালের হয়ে প্রথম গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে করা গোলের ফলেই ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করার একমাত্র ব্যক্তি বনে যান রোনালদো। তবে রোনালদোর সে গোলটি কোনোভাবেই মানতে পারছেন না ঘানার কোচ অটো অ্যাডো।
দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। ডি-বক্সে রোনালদোকেই ধাক্কা মারেন ঘানার মোহামেদ সালিসু। সেটা অবশ্য ততটা জোরালো মনে হয়নি। সঙ্গে সঙ্গে ফাউলের বাঁশি বাজান আমেরিকান রেফারি ইসমাইল ইলফাথ।
স্পট-কিক থেকে গোল করতে ভুল করেননি রোনালদো। সঙ্গে নাম লেখান ইতিহাসের এমন এক পাতায়, যেখানে তিনি ছাড়া পা পড়েনি আর কারো। তবে রোনালদোর রেকর্ড গড়া গোলটি নিয়ে আঙুল তুলেছেন ঘানা কোচ। রেফারি কেন ভিএআরের সাহায্য নেয়নি, প্রশ্ন রেখেছেন তিনি। সঙ্গে অভিযোগ করলেন, রোনালদোকে ইতিহাস গড়তে গোলটি উপহার দিয়েছেন রেফারি।
আরও পড়ুন: বিশ্বকাপের পর ফিফা ছাড়তে পারে ডেনমার্ক
ঘানার কোচ অটো অ্যাডো বলেন, ‘এটা সত্যিই ভুল সিদ্ধান্ত ছিল। বলে আমরাই স্পর্শ করেছিলাম। কিন্তু জানি না, এখানে কেন ভিএআরের সাহায্য নেয়া হলো না, এটার কোনো ব্যাখ্যা নেই।’
আর রেফারি যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটাকেও ভুল বললেন অ্যাডো। তিনি বলেন, ‘এটা ভুল সিদ্ধান্ত ছিল। এটা আসলে আমাদের বিরুদ্ধে একটি ফাউল ছিল। কেউ যদি গোল করে, তার জন্য অভিনন্দন। তবে এটা ছিল উপহার, সত্যিকার অর্থেই একটি উপহার।’
এই হারে শেষ ষোলোতে যাওয়ার পথ কঠিন হয়ে গেল ঘানার জন্য। আগামী সোমবার (২৮ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বে আফ্রিকার দলটি।
]]>