মাদারীপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫
<![CDATA[
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ডাসার উপজেলার খাতিয়াল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ডাসার উপজেলার খাতিয়াল এলাকার আলেফ শেখের ছেলে নাসির শেখ (৪০), একই এলাকার মোনাই জমাদারের ছেলে বাবুল জমাদার (৪৫), আব্দুল গনি খানের ছেলে কুদ্দুস খান (৩৬), নোয়াব আলী মোল্লার ছেলে রাহান মোল্লা (২০) ও রুহুল শেখের ছেলে হৃদয় শেখ (৩০)।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে খাতিয়াল এলাকায় গিয়াসউদ্দিন হাওলাদার ও ইমদাদুল খানের সাথে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সন্ধ্যায় ইমদাদুল খানের কয়েকজন সমর্থক ডাসার উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকা থেকে একটি ইজিবাইকে খাতিয়ালের দিকে যাচ্ছিল। মাঝপথে গিয়াসউদ্দিন হাওলাদারের সমর্থকদের মধ্যে কথার কাটাকাটি হলে দু’পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হয়ে অন্তত পাঁচজন। এ ছাড়া বেশ কয়েকটি বাড়িঘর-দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারের সংঘর্ষে গুলিবিদ্ধ ৪
মাদারীপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রুবায়েত আল-হাবীব বলেন, খাতিয়াল থেকে সংঘর্ষের ঘটনায় হাসপাতালে আসা রোগীদের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
]]>




