বিনোদন

বলিউড অভিনেতা বিক্রম গোখলে মারা গেছেন

<![CDATA[

বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে মারা গেছেন। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে ‘হাম দিল দে চুকে সানাম’খ্যাত এ অভিনেতা ভারতের পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর। খবর টাইম অব ইন্ডিয়া।

ভারতের দীননাথ মঙ্গেশকর হাসপাতালের পিআরও শিরীষ ইয়াদগিকার এ খবর নিশ্চিত করে বলেন, ‘বিক্রম গোখলে আজ (শনিবার) দুপুরে মারা গেছেন। পরিবার এবং নিকটজনের প্রতি আমাদের সমবেদনা।’ 

এর আগে বুধবার এ অভিনেতার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরদিন তার স্ত্রী জানিয়েছিলেন তিনি বেঁচে আছেন, লাইফ সাপোর্টে আছেন।

আরও পড়ুন: সাবেক স্ত্রীর সঙ্গে ঘুরতে গেলেন আমির খান

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত সপ্তাহে পুনের হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রথিতযশা এ অভিনেতা। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। শনিবার সকালে তার অবস্থার আরও অবনতি হয়। দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

১৯৪০ সালের ১৪ নভেম্বর গোখলে পরিবারে জন্মগ্রহণ করেন বিক্রম। তার বাবা চন্দ্রকান্ত গোখলেও মারাঠি থিয়েটার এবং সিনেমার পরিচিত নাম। হিন্দি, মারাঠি সিনেমা ও থিয়েটারে দাপিয়ে কাজ করেছেন বিক্রম গোখলে। ২৬ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ১৯৭১ সালে তার প্রথম ছবি ‘পরওয়ানা’ মুক্তি পায়। ‘অহংকার’, ‘ইন্দ্রধনুষ’, ‘আকবর বীরবল’, ‘জুনুন’, ‘শিব মহাপুরাণ’, ‘উড়ান’, ‘অগ্নিহোত্রা’, ‘ইয়া সুখান্ন’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেন প্রয়াত এ অভিনেতা।

আরও পড়ুন: অবশেষে প্রকাশ্যে রণবীর-আলিয়ার মেয়ের নাম

উল্লেখ্য, ২০১৬ সালে অসুস্থতার কারণে মারাঠি থিয়েটার থেকে অবসর নিয়েছিলেন বিক্রম গোখলে। ২০১০ সালে মারাঠি ছবি ‘অনুমতি’র জন্য তিনি ভারতের জাতীয় পুরস্কারও লাভ করেন। বিক্রম গোখলে শিল্পা শেঠির ‘নিকাম্মা’ ছবিতে সবশেষ অভিনয় করেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!