বিদেশিদের কাছে ধরনা না দিয়ে মানুষের কাছে যান, বিএনপিকে পররাষ্ট্রমন্ত্রী
<![CDATA[
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশিদের কাছে ধরনা না দিয়ে বিরোধী দলের গ্রামেগঞ্জে মানুষের কাছে যাওয়া উচিত। দেশে কিছু জায়গায় রীতি হয়ে গেছে বিদেশিদের কাছে ধরনা দেয়া। বিদেশিদের কাছে ধরনা দিয়ে কখনো স্বদেশের মঙ্গল হয় না।
শনিবার (২৬ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন অফিস স্পাউজ অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কূটনীতিকদের শিষ্টাচারবহির্ভূত মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, শক্তিশালী দেশগুলো এসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে। সময় হলে বাংলাদেশও কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
আরও পড়ুন: নারী অধিকার নিয়ে বঙ্গবন্ধু সবসময় সোচ্চার ছিলেন: শেখ হাসিনা
তিনি আরও বলেন, ‘বিদেশিরা আমাদের টাকা চুরি করে নিয়ে সেগুলো তাদের ঘরে তুলছে। তাদের জিজ্ঞেস করা উচিত আমাদের টাকা যে তারা নিয়ে গিয়েছে, সে টাকা তারা কবে ফেরত দেবে। এগুলো আগে ফেরত দিক, তারপর অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলুক।’
বিদেশিরা অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করলে বিভ্রান্ত না হয়ে ২০০ বছরের লুণ্ঠনের ইতিহাস মনে করিয়ে দিতে জনগণের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
এর আগে সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজারের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। যেখানে ঐতিহ্যবাহী পণ্যের স্টল দেয় বিভিন্ন দেশের দূতাবাস।
]]>




