বাংলাদেশ

জেনিফার লোপেজের সব পোস্ট উধাও

<![CDATA[

কোনোরূপ ব্যাখ্যা ছাড়াই পপ তারকা জেনিফার লোপেজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো কালো রঙে ছেয়ে গেছে। শুধু তাই নয়, এই তারকার ইন্সটাগ্রামের সকল পোস্ট আচমকাই মুছে দেওয়া হয়েছে।

২২৬ মিলিয়ন ফলোয়ার সমৃদ্ধ গায়িকা, নায়িকা তথা প্রযোজক জেনিফার লোপেজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের দিকে তাকালে দেখা যাবে- গত মঙ্গলবার থেকে সেখানে কোনো পোস্ট নেই। এমনকি প্রোফাইল পিকচারও কালো রঙের একটি ছবি দিয়ে প্রতিস্থাপিত হয়েছে।   

৪৫.৫ মিলিয়ন ফলোয়ারযুক্ত টুইটার ও ১৫.৪ মিলিয়ন ফলোয়ারযুক্ত টিকটকেরও একই হাল। সেখানেও প্রোফাইল পিকচারের জায়গায় একটি কালো ছবি। তবে টুইটার ও টিকটকের বিগত কোনো পোস্ট ডিলিট করা হয়নি। তবে ৬০ মিলিয়ন ফলোয়ারযুক্ত ফেসবুকের প্রোফাইল ফটো ও কভার ফটোতে জেনিফার লোপেজের নামযুক্ত একটি ছবি স্থান পেয়েছে। খবর ভ্যারাইটি ম্যাগাজিনের।

যদিও জেনিফার লোপেজের প্রতিনিধি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অতীতে বিভিন্ন তারকা ও সঙ্গীতশিল্পী অ্যালবামের মতো বড় ঘোষণার আগে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সবকিছু মুছে দিয়েছিলেন। তাই ধারণা করা হচ্ছে এবারও এমন কিছু ঘটতে যাচ্ছে।

জেনিফার লোপেজের স্টুডিও অ্যালবাম এ.কে.এ মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। তিনি শাকিরার সঙ্গে ২০২০ সালে সুপারবোল হাফটাইম শো’তে অংশ নিয়েছিলেন। যার উপর ভিত্তি করে এ বছরের শুরুতে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ডকুমেন্টারি ফিচার হাফটাইম।

আরও পড়ুন: অভিনয় থেকে বিরতি নেবেন ক্রিস হেমসওয়ার্থ

সম্প্রতি জেনিফার লোপেজ রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা ম্যারি মি’তে ওয়েন উইলসনের সাথে অভিনয় করেছেন। বলাইবাহুল্য, আগামী ডিসেম্বরে শটগান ওয়েডিং এর মাধ্যমে জোশ ডুহামেলের বিপরীতে অবতীর্ণ হতে চলেছেন এই গায়িকা তথা নায়িকা। চুক্তি অনুসারে নেটফ্লিক্স ও তার ন্যুয়োরিক্যান প্রোডাকশনের ব্যানারে আগামী বছর লোপেজ দ্য মাদার সিনেমায় গুপ্তঘাতকের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

ত্বক পরিচর্যার অংশ হিসেবে তিনি ২০২১ সালে শুরু করেন স্কিন কেয়ার লাইন; যার নাম ছিল জেলো বিউটি।

এই গ্রীষ্মে লাস ভেগাসে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক বিয়ে করেছেন। একবিংশ শতকের শুরুর দিকে শুরু করা সম্পর্কের পরিণতি দিয়েছেন এই দম্পতি। পাশাপাশি তিনি অ্যাফ্লেককে তার আইনি শেষ নাম হিসেবে গ্রহণ করেছেন।

আরও পড়ুন: টেইলর সুইফটের নতুন অর্জন

জেনিফার লোপেজই যুক্তরাষ্ট্রের একমাত্র শিল্পী ২০০১ সালে যার দ্য ওয়েডিং প্ল্যানার সিনেমা ও জেলো অ্যালবাম একই সময়ে শীর্ষস্থানে ছিল। ল্যাটিন বংশোদ্ভুত প্রথম ব্যক্তি হিসেবে জেনিফার লোপেজ ২০২২ সালে এমটিভি মুভি ও টিভি অ্যাওয়ার্ডের মধ্যে জেনারেশন অ্যাওয়ার্ড পেয়েছেন।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!