ফেনীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত
ফেনী | তারিখঃ November 27th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 14 বার
সদর প্রতিনিধি->>
ফেনীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে আবু বক্কর (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পিঠাপাশারী গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সৈয়দনগর এলাকার ফজল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পিঠাপাশারী এলাকায় ব্যাডমিন্টন খেলতে যান আবু বকর। এসময় বিদ্যুৎ লাইনে সমস্যা হলে তিনি বিদ্যুতের সংযোগ নিতে বাঁশ দিয়ে বিদ্যুতের খুঁটিতে তার লাগানোর সময় বিকট শব্দ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবু বক্করের বাবা ফজল হক বলেন, ছেলে বাড়ি থেকে খেলতে যাওয়ার আগে তার মাকে বলে এসেছিল,খেলা শেষে বাড়ি গিয়ে ভাত খাবে। আর কোনো দিন মায়ের হাতে ভাত খাওয়া হবে না।
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।