মেসির গোলে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে উন্মাদনা, সেই ভিডিও ফিফার টুইটারে
<![CDATA[
নকআউটের আশা বাঁচিয়ে রাখতে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি ছিল ‘ডু অর ডাই’। জয় কিংবা অন্তত ড্র দরকারই ছিল আলবিসেলেস্তেদের। কঠিন সমীকরণের এই ম্যাচ নিয়ে উন্মাদনার শেষ নেই বাংলাদেশের আজেন্টাইন সমর্থকদের মধ্যে। প্রিয় দলের খেলা দেশের বেশ কয়েকটি স্থানে বড় পর্দায়ও দেখানো হয়। আর্জেন্টিনার ম্যাচ বড় পর্দায় দেখানো হয়েছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়েও। এই মুহূর্তটির ভিডিও স্থান পেয়েছে ফিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে।
মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য বিরতির পর দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। বাঁ পায়ের দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন তিনি। তখন বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকরা যেন আরও উদ্বেলিত হন। ড্যাফোডিলের ওই ভিডিওতে দেখা গেছে, মেসির গোলের সঙ্গে সঙ্গে জার্সি খুলে অনেকে নাচতে শুরু করেন। কেউ কেউ এদিক-ওদিক দৌড়াতেও থাকেন। সময়ের সেরা ফুটবলারের ম্যাজিক গোলের পর এমনই ছিল সমর্থকদের উচ্ছ্বাসের মাত্রা।
আরও পড়ুন: আজ থেকে আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু: মেসি
ওই মুহূর্তটির ভিডিও নিজেদের অ্যাকাউন্টে শেয়ার করেছে ফিফা। সেই ভিডিও ক্যাপশনে তারা লিখেছে, ‘এটাই ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকরা ফিফা বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে মেসির গোল উদযাপন করছে।’
মেক্সিকোর বিপক্ষে মেসি গোলটি করেন ম্যাচের ৬৪ মিনিটে। তার গোলে সহায়তা করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর্জেন্টিনা পরে আরও একটি গোল করে। ৮৭ মিনিটের সেই গোলটি আসে এঞ্জো ফার্নান্দেজের পা থেকে। যার সুবাদে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় পায় লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।
আরও পড়ুন: আর্জেন্টিনার জয়ের পর ‘সি’ গ্রুপের টেবিলে কে কোথায়
এ জয়ের পর অনেকটা সহজ হয়েছে আর্জেন্টিনার শেষ ষোলোর সমীকরণ। শেষ ম্যাচে পোল্যান্ডকে হারালেই নকআউট পর্বে পা রাখবে মেসি বাহিনী। কিন্তু হারলেই বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকে।
]]>