বাংলাদেশ
ডেভিসের গোলে ক্রোয়েশিয়াকে চমকে দিল কানাডা
<![CDATA[
৩৬ বছর পর বিশ্বকাপে খেলতে এসে দারুণ চমক দেখাচ্ছে কানাডা। প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে দারুণ খেলেও ১-০ গোলে হেরে যায় জন হার্ডম্যানের দল। তবে দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুতেই চমক দেখাল জোনাথন ডেভিড-আলফন্সো ডেভিসরা। ম্যাচ শুরুর মাত্র এক মিনিটের মাথায় আলফন্সো ডেভিস দারুণ এক গোল করে লিড এনে দিয়েছেন কানাডাকে।
কাতার বিশ্বকাপে চমক আর অঘটন চলছেই। গ্রুপ ‘এফ’-এর ম্যাচে মরক্কোর বিপক্ষে অঘটনের শিকার হয়েছে বেলিজিয়াম। আরেক ম্যাচেও শুরুতেই চমক দেখাল কানাডা। গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে এই বিশ্বকাপের দ্রুততম গোল করেছেন আলফন্সো ডেভিস। তার চমৎকার গোলে লিড পেয়েছে কানাডা।
]]>