খেলা

বিশ্বকাপে যে অনন্য রেকর্ড গড়ল ব্রাজিল

<![CDATA[

সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সুপার ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। সেই সঙ্গে বিশ্বকাপের গ্রুপপর্বে অনন্য এক রেকর্ড গড়েছে সেলেসাওরা।

হেক্সা মিশনে কাতার বিশ্বকাপে খেলতে নেমে দারুণ ছন্দে ব্রাজিল। প্রথম ম্যাচে সার্বিয়াকে উড়িয়ে দেয়ার পর দ্বিতীয় ম্যাচে সুইস বাধাও টপকে গেছে ভিনিসিউস-ক্যাসেমিরোরা।

এমন দিনে বিশ্বকাপের গ্রুপপর্বে রেকর্ড ১৭ ম্যাচ অপরাজিত থাকার অনন্য রেকর্ডও গড়েছে লাতিন দলটি। ব্রাজিল ছাড়া আর কারও টানা এত ম্যাচ অপরাজিত থাকার নজির নেই।

সবশেষ ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপপর্বে হেরেছিল ব্রাজিল। সেবার গ্রুপপর্বের শেষ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হারে তারা। এরপর গল্পটা কেবল দাপটের।

২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ বিশ্বকাপে গ্রুপপর্বে ১৫ ম্যাচে অপরাজিত থাকে। চলতি কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করে ব্রাজিল। সুইজারল্যান্ডকে হারিয়ে ছাড়িয়ে যায় সবাইকে।

আরও পড়ুন: সুইস বাধা ডিঙিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

সোমবার (২৮ নভেম্বর) স্টেডিয়াম ৯৭৪-এ সুইজারল্যান্ডের বিপক্ষে ক্যাসেমিরোর একমাত্র গোলে জয় পায় শিরোপাপ্রত্যাশী দলটি। বিশ্বকাপে সুইসদের বিপক্ষে এটাই প্রথম জয় ব্রাজিলের। দলের সেরা তারকা নেইমার ইনজুরির কারণে খেলতে না পারায় এ ম্যাচে ভিন্ন কৌশল গ্রহণ করেছিলেন ব্রাজিল কোচ তিতে।

সার্বিয়ার বিপক্ষে ম্যাচের মতো এ ম্যাচেও আক্রমণাত্মক ফুটবল খেলেছে সাম্বার দেশ। তবে এদিন তিতে ৪-৩-৩ ফর্মেশনে খেলান দলকে। রক্ষণভাগে রাইটব্যাক দানিলোর ইনজুরির কারণে এদিন শুরু করেন এডার মিলিতাও। মধ্যমাঠে ব্রাজিল খেলিয়েছে তিন সেন্টার মিডফিল্ডার ক্যাসেমিরো, ফ্রেড ও লুকাস পাকুয়েতাকে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!