বাংলাদেশ

ওয়েলসকে হারানোর খুশিতে ৭০৯ বন্দিকে মুক্তি দিল ইরান

<![CDATA[

বিশ্বকাপে দল ভালো কিছু করলে আনন্দের যেন শেষ থাকে না। ভক্ত-সমর্থকদের পাশাপাশি সেই আনন্দ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। শুক্রবার (২৫ নভেম্বর) ওয়েলসকে ২-০ গোলে হারিয়েছিল ইরান। সেই খুশিতেই ৭০৯ কারাবন্দিকে মুক্তি দিয়েছে মধ্যপ্রাচ্যের অনারব মুসলিম দেশটি।

সোমবার (২৮ নভেম্বর) বন্দিদের মুক্তি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বিচার বিভাগীয় ওয়েবসাইট মিজান অনলাইন। এতে জানানো হয়, ওয়েলসের বিপক্ষে জয় পাওয়ায় ইরানের ৭০৯ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। এসব কয়েদির মধ্যে সাম্প্রতিক ঘটনায় গ্রেফতার কয়েকজন আছেন। তবে এর বেশি কিছু জানানো হয়নি।

 

দুই মাস আগে হিজাব না পরার কারণে ইরানের নীতি পুলিশের হাতে আটক ও পরে নির্যাতনে কুর্দিশ তরুণী মাসা আমিনির মৃত্যু হয়। এ ঘটনায় অশান্ত হয়ে ওঠে ইরান। ইরানজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়লে শত শত মানুষ নিহত হওয়ার খবর আসে। বহু তরুণী হিজাববিহীন ছবি আপলোড করতে থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে। রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে গর্জে ওঠে সাধারণ মানুষ। দাবি করেন, পোশাকের ওপর সরকারি চোখরাঙানি চলবে না!

আরও পড়ুন: ব্রাজিলের টানা জয়ে সারা দেশে আনন্দ উৎসব

আন্দোলন দমন করতে তৎপর হয়ে ওঠে সরকার। শুরু হয় ধরপাকড়। শত শত মানুষকে গ্রেফতার করা হয়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভোল্কার টার্ক জানিয়েছে, আন্দোলনের ঘটনায় প্রায় ১৪ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: মিছিল আর ভুভুজেলার শব্দে প্রকম্পিত ঢাবি ক্যাম্পাস

ইরানের জয়ের পর তাদের মধ্যেই অনেককে মুক্তি দেয়া হয়েছে। সেই তালিকায় যেমন আছেন অভিনেতা, নেতা তেমনই আছেন সাংবাদিক থেকে সাধারণ মানুষ। দেশটির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জামিনে মুক্তি পেয়েছেন প্রখ্যাত ইরানিয়ান অভিনেতা হেঙ্গামেহ গাজিয়ানি। চলমান আন্দোলনে সমর্থন জানানোর পর গ্রেফতার হয়েছিলেন তিনি। এ ছাড়া সাবেক আন্তর্জাতিক ফুটবলার ভোরিয়া গফুরি ও আন্দোলনকারী হোসেইন রোনাগিকেও ছেড়ে দেয়া হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!