বাংলাদেশ

দুবাই-আবুধাবির ম্যাচ দিয়ে পর্দা উঠছে আমিরাত লিগের

<![CDATA[

আগামী বছরের জানুয়ারিতে পর্দা উঠছে বহুল কাঙ্ক্ষিত আইএল টি-টোয়েন্টি লিগের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে আবুধাবি নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হবে এ টুর্নামেন্ট।

১৩ জানুয়ারি শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি ফাইনালের মাধ্যমে পর্দা নামবে টুর্নামেন্টের। ৩৪ ম্যাচের এই টুর্নামেন্টে দুবাইয়ের সঙ্গে ব্যবহার হবে শারজাহ ও আবুধাবি ক্রিকেট স্টেডিয়াম। 

টুর্নামেন্টটি আয়োজন নিয়ে এমিরেটস ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশ্বির ওসমানী বলেন, ‘এটা লিগের জন্য রোমাঞ্চকর সময়। সূচি ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। দুবাই ক্যাপিটালসের দাসুন শানাকা ও আবুধাবি নাইট রাইডার্সের আন্দ্রে রাসেলদের মাধ্যমে টুর্নামেন্ট শুরু রোমাঞ্চকর বিষয়।’ 

তিনি বলেন, ‘টুর্নামেন্ট শুরুর জন্য আমাদের তর সইছে না। লড়াই শুরু হওয়ার পর এটি বিশ্বমানের বিনোদন দেবে ক্রিকেট ভক্তদের। ভালোভাবে প্রথম মৌসুম শুরু করতে পারা খুবই গুরুত্বপূর্ণ। লিগ ম্যানেজমেন্ট বাদশাহ ও জেসন ডারউলিকে এটার সঙ্গে যুক্ত করতে পেরে রোমাঞ্চিত। তারা দুজনই দলগুলো ও দর্শকদের এনার্জি দেবে। আমাদের বিশ্বাস টুর্নামেন্টটি অনেক সফলতা পাবে।’ 

আরও পড়ুন: আইএলটি-২০’র উদ্বোধনী আসর মাতাবেন যারা

উদ্বোধনের পরদিন মুখোমুখি হবে ভারতের রিলায়েন্স গ্রুপের মালিকানাধীন এমআই এমিরেটস ও কাপরি গ্লোবালস। আইএলটি-টোয়েন্টির ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে। এছাড়া দুবাইয়ে ১৬টি ও শারজাহতে হবে ৮টি ম্যাচ। মঈন আলি, কাইরন পোলার্ড, শিমরন হেটমায়ারের মতো তারকারা অংশ নিচ্ছেন এই টুর্নামেন্ট। 

ছয় ফ্র্যাঞ্চাইজির সবাই একে-অন্যের মুখোমুখি হবেন দু’বার করে। এরপর প্লে অফ ও ফাইনাল। ৮৪ জন আন্তর্জাতিক তারকার সঙ্গে থাকবেন ২৪ জন আমিরাতের স্থানীয় ক্রিকেটার। অংশ নেয়া ফ্র্যাঞ্চাইজিগুলো হলো- আবুধাবি নাইট রাইডার্স, ডেসার্ট ভাইপার্স, দুবাই ক্যাপিটালস, গলফ জয়েন্টস, এমআই এমিরেটস ও শারজাহ ওয়ারিয়র্স।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!