ইংল্যান্ড-ওয়েলস, প্রথমার্ধে কেউই গোল পায়নি
<![CDATA[
ইংল্যান্ডের মুহুর্মুহু আক্রমণের মুখেও প্রথমার্ধে কোনো গোল হজম করেনি ওয়েলস। তাদের সামনে এখনও শেষ ষোলোয় যাওয়ার সুযোগ রয়েছে। যদিও সেই দৌড়ে অনেকগুলো যদি-কিন্তুও জড়িত।
আহমেদ বিন আলি স্টেডিয়ামে মঙ্গলবার (২৯ নভেম্বর) ওয়েলসকে শুরু থেকে চেপে ধরে ইংল্যান্ড। ৮ মিনিটের মাথায়ই আক্রমণ করে বসে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। এ সময় হ্যারি কেনের কাছ থেকে বল পেয়ে গোলের চেষ্টা করেন মার্কাস রাশফোর্ড। কিন্তু ওয়েলস গোলরক্ষক ড্যানি ওয়ার্ড সে যাত্রায় দলকে বাঁচান।
আরও পড়ুন: বৈরিতা ভুলে এবারও কি হবে মালাবদল?
ইংল্যান্ড প্রথমার্ধের আগে আরও বেশ কয়েকবার ওয়েলসের জালে বল পাঠানোর চেষ্টা করে। কিন্তু সেগুলোর কোনোটিই যে লক্ষ্য বরাবর ছিল না। ফলে প্রথমার্ধে গোলও পাওয়া হয়নি কেন বাহিনীর। যদিও গোলের জন্য মরিয়া সাউথগেট এ ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে নেমেছেন। শুরুর একাদশেই তিনি রেখেছেন ফিল ফোডেনকে।
আরও পড়ুন: ইকুয়েডরের বিদায়, মানেবিহীন সেনেগাল শেষ ষোলোয়
বিপরীতে ওয়েলস যেমন বল দখলে পিছিয়ে ছিল, তেমনি পিছিয়ে ছিল আক্রমণের দিক দিয়েও। প্রথমার্ধে গোলের জন্য মাত্র দুটি শট নিতে সক্ষম হয় গ্যারেথ বেল বাহিনী, সেগুলোও আবার অফ টার্গেটে।
]]>